
নাহিদ ইসলাম, রাজশাহী ব্যুরো: বগুড়ায় অভিযান পরিচালনা করে দুই মাদকসেবীকে কারাদণ্ড দেওয়া হয়েছে। এসময় তাদের কাছ থেকে দুই পিস টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
শনিবার (৮ নভেম্বর) বিকেলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) বগুড়ার ‘ক’ সার্কেলের একটি আভিযানিক একটি দল ও শেরপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাহমুদুল হাসানের অভিযান শেষে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, বগুড়া জেলার শেরপুর থানাধীন খন্দকারপাড়া এলাকার শাহজামাল খোকার ছেলে সাইফুল ইসলাম (৫০), শেরপুর থানাধীন বাগড়া হঠাৎপাড়া এলাকার সামসুলের ছেলে পিকুল (৩০)।
বিচার শেষে সাইফুল ইসলামকে ৩ মাস বিনাশ্রম কারাদণ্ড ও পিকুলকে এক মাস বিনাশ্রম কারাদণ্ড ও উভয়কে ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এসময় জব্দকৃত আলামত বিজ্ঞ ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলেই ধ্বংস করেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ডিএনসি’র উপপরিচালক জিললুর রহমান বলেন,“মাদকের বিস্তার রোধে আমাদের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। কাউকেই ছাড় দেওয়া হবে না।”
জনগণের প্রতি আহ্বান জানিয়ে তিনি আরো বলেন, মাদকবিরোধী অভিযানে জনসচেতনতা বৃদ্ধি ও সকলের সহযোগিতা অত্যন্ত জরুরি।




























