
নাহিদ ইসলাম, রাজশাহী ব্যুরো: বগুড়ার গাবতলীতে টাপেন্টাডলসহ জামাল (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ডিএনসির সদস্যরা। এসময় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
আটককৃত জামাল বগুড়া জেলার গাবতলী থানাধীন সন্ধ্যাবাড়ী এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে।
মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুরে ডিএনসির বগুড়া ‘ক’ সার্কেলের একটি আভিযানিক দল ও গাবতলী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব এম. আব্দুল্লাহ ইবনে মাসুদ আহমেদ এর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালে জামালকে পাঁচ পিচ টাপেন্টাডল ট্যাবলেটসহ হাতে-নাতে আটক করা হয়।
পরে ঘটনাস্থলেই ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও একশত টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। বিজ্ঞ ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলেই উদ্ধারকৃত টাপেন্টাডল ট্যাবলেট ধ্বংস করেন।
এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ডিএনসির বগুড়ার উপপরিচালক জিললুর রহমান বলেন, নেশাজাতীয় ওষুধের অপব্যবহার রোধে ডিএনসির অভিযান অব্যাহত থাকবে।




























