
মোঃ আনোয়ার হোসেন ধুনট (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার ধুনট উপজেলা ও পৌর বিএনপি ও সকল অঙ্গ সহযোগী সংগঠন আয়োজিত ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
অনুষ্ঠিত হয়েছে।(০৭ই নভেম্বর) শুক্রবার সকাল ১১ ঘটিকার সময় উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর।
পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি ছানোয়ার হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ৪০বগুড়া -৫ ও বগুড়া ৬ ( নির্বাচনী এলাকা) বগুড়া জেলা বিএনপির সাবেক আহ্বায়ক, সাবেক জাতীয় সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মোনোনিত ধানের শীষের প্রার্থী আলহাজ্ব গোলাম মোহাম্মদ সিরাজ।
সম্মানিত অতিথির বক্তব্য রাখেন আসিফ সিরাজ রব্বানী ( সানভি) নির্বাহী সদস্য, বগুড়া জেলা ও শেরপুর উপজেলা বিএনপি।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সদস্য গোলাম মাহবুব প্যারিস, উপজেলা বিএনপি'র সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম শাহীন, সাবেক পৌর প্রশাসক আকতার আলম সেলিম, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোখফিজুর রহমান বাচ্চু, বিএনপির নেতা মাহবুব হোসেন ফিরোজ , জাকির হোসেন জুয়েল।
উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক রাশেদুজ্জামান উজ্জ্বল, আবু মুসা, মাহমুদুল হাসান সুমন, উপজেলা কৃষক দলের সভাপতি শামীম আহম্মেদ (কেডি), গোসাইবাড়ী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম টগর, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আলফিজুর রহমন, ধুনট সরকারি ডিগ্রি কলেজের ছাত্র দল শাখার সভাপতি মিলন মিয়াসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।




























