
(স্টাফ রিপোর্টার ও ফুলপুর প্রতিনিধি) ময়মনসিংহের ফুলপুরে ৪ বছরের শিশুকে ধর্ষণ করে ধর্ষিতার দাদীকে খুন করেছে ঋষি সম্প্রদায়ের রামরাজ রবিদাসের ছেলে ধর্ষক আবুল রবিদাস (৩০)। সোমবার রাত ৯টার দিকে আমুয়াকান্দা খাদ্যগুদামের নিকটবর্তী ঋষিপাড়ায় এ ঘটনা ঘটে। এলাকাবাসী জানায়, ফুলপুর পৌর এলাকার আমুয়াকান্দা সরকারি খাদ্যগুদাম সংলগ্ন ঋষিপল্লীর বাসিন্দারা কালীপুজা উপলক্ষ্যে ব্যস্ত থাকার সুযোগে কাছকা রবিদাসের ছেলে আবুল রবিদাস প্রতিবেশী নিরঞ্জন রবিদাসের ৪ বছরের শিশুকন্যাকে বিস্কুট খাওয়ানোর প্রলোভন দেখিয়ে বাড়ির পাশে নিয়ে ধর্ষণ করে। এক পর্যায়ে ধর্ষিতার দাদী ফুলবাসী রবিদাস ঘটনাটি দেখে প্রতিবাদ করায় ধর্ষক আবুল রবিদাস ক্ষিপ্ত হয়ে ফুলবাসীকে দা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। আহত ফুলবাসী ও ধর্ষিতাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ফুলবাসীকে ঢাকা মেডিকেলে রেফার্ড করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার দিনগত রাত ১২টায় ফুলবাসী মারা যান। চিকিৎসা শেষে বুধবার ধর্ষিতাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে রিলিজ দেওয়া হয়। ইতোমধ্যে ধর্ষক আবুল রবিদাসকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় ফুলপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল হাদি জানান, আবুল রবিদাসকে প্রধান আসামী করে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।



























