
মোঃ হেলাল তালুকদার,ঘাটাইল (টাঙ্গাইল)প্রতিনিধিঃ টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার জামুরিয়া ইউনিয়নের ডৌজানী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য প্লে গ্রাউন্ড উদ্বোধন করা হয়েছে।
বিশ্বকে বদলে দিতে, বিকশিত আনন্দের সাথে এই প্রতিপাদ্য বিষয় সামনে রেখে বৃহস্পতিবার(১৪নভেম্বর) সকাল ১০টায় এ উদ্বোধন করা হয়।
ডৌজানী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হুমায়ুন খালিদের সভাপতিত্বে ডৌজানী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রাঙ্গণে সহকারী শিক্ষিকা কাইয়েফা খাতুনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু সাঈদ।অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার মোঃ রাফিউল ইসলাম সহকারী শিক্ষা অফিসার ইজরাত জাহান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার এনামুল হক, বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুস সাত্তার মিয়া প্রমুখ।





























