
মোঃ হেলাল তালুকদার,ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধিঃ টাঙ্গাইলের ঘাটাইলে দুই যাত্রীবাহী বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে ২২ যাত্রী আহত হয়েছেন। শনিবার সকাল সাড়ে ৭টায় টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কে উপজেলার হরিপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।শনিবার (২৭ ডিসেম্ব) দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস ও থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে পাঠায়। আহতদের মধ্যে ১২ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। এর মধ্যে ১১ জনকে অ্যাম্বুলেন্সযোগে টাঙ্গাইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং একজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি ১০ জন আহতকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়।দুর্ঘটনার পর ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. আবু সাঈদ এবং সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জাহিদুর রহমান। তারা দুর্ঘটনার কারণ অনুসন্ধানসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।পুলিশ জানাই জামালপুর থেকে ঢাকা অভিমুখী দ্রুতগামী বিনিময়ে নামক একটি বাস টাঙ্গাইল ময়মনসিংহ মহাসড়কে হরিপুর নামক স্থানে এলে বিপরীত দিক থেকে আসা একটি বাস বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে এ দুর্ঘটনাটি ঘটে।





























