
শাকিল প্রধান-
মুন্সীগঞ্জের গজারিয়ায় চুরি-ডাকাতি ও অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে আলোচনা সভা ও পাহারা দেওয়ার উপকরণ বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকাল ১১টায় ভবেরচর ইউনিয়নের কেন্দ্রীয় ঈদগাহ মাঠে উপজেলা বিএনপির উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মো. কামরুজ্জামান রতন। তিনি সমাজে শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে স্থানীয় জনগণকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানান।
সভা শেষে কেন্দ্রীয় নেতা কামরুজ্জামান রতন গ্রাম পর্যায়ে রাতের পাহারা কার্যক্রম জোরদারের জন্য চার্জলাইট, বাঁশি ও অন্যান্য উপকরণ বিতরণ করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল আলম, অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার আলম আজাদ, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য প্রফেসর গিয়াসউদ্দিন আহমেদ, সিরাজুল ইসলাম পিন্টু, রফিকুল ইসলাম ভিপি মাসুম, মো. ইসহাক আলী, মুহাম্মদ মাসুদ ফারুক, জেলা যুবদলের সদস্য সচিব মোজাম্মেল হক মুন্না, উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।
সভার বক্তারা স্থানীয়দের সচেতনতা বৃদ্ধি ও সামাজিক দায়বদ্ধতার মাধ্যমে চুরি-ডাকাতি প্রতিরোধে সম্মিলিত ভূমিকা রাখার আহ্বান জানান।




























