
নাহিদ ইসলাম, রাজশাহী ব্যুরো: বগুড়ায় দুই কেজি গাঁজাসহ রিয়াজুল ইসলাম (৩৬) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার (১১ নভেম্বর) বিকেলে পৌনে ৫টার দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ডিএনসি’র বগুড়া জেলা কার্যালয়ের উপ-পরিচালক জিললুর রহমানের তত্বাবধানে একটি টিম জেলার শিবগঞ্জ থানাধীন মুরাদপুর (পল্লী বিদ্যুৎ) গ্রামস্থ রংপুর-বগুড়া মহাসড়কে একটি যাত্রীবাহী বাসে অভিযান পরিচালনা করে তাকে গাঁজাসহ তাকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত মাদক কারবারি লালমনিরহাট জেলার সদর থানাধীন আপনপাড়া এলাকার মৃত হাই মুদ্দির ছেলে।
ডিএনসি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিএনসি জানতে রিয়াজুল রাজা-বাদশা নামের একটি যাত্রীবাহী বাসে গাঁজা পাচার করছে এমন সংবাদের ভিত্তিতে ডিএনসির একটি দল বিকেলে শিবগঞ্জ থানাধীন মুরাদপুর (পল্লী বিদ্যুৎ) গ্রামস্থ রংপুর-বগুড়া মহাসড়কের অবস্থান করে।
এসময় উত্তর দিক থেকে আসক রংপুর হতে পাবনাগামী রাজা-বাদশা নামে যাত্রীবাহী বাসটি যাহার ঘটনাস্থলে পৌঁছোলে সংকেত দিয়ে বাসটি দাড় করাই ডিএনসির চৌকস দল। পরবর্তীতে বাসের ভিতরে থাকা মাদক কারবারি রিয়াজুলকে জিজ্ঞাসাবাদে শুরু করলে সে গাঁজা পাচারের বিষয়টি স্বীকার করে বাসের বাম পার্শ্বের সামনের বক্সে একটি হলুদের বস্তা আছে। বাসের বাম পার্শ্বের সামনের বক্সে থাকা বস্তার মধ্যে শুকনা হলুদের মধ্যে একটি পলিথিনে মোড়ানো কসটেপ দিয়ে পেচানো অবস্থায় দুই কেজি গাঁজা উদ্ধার করা হয়।
রিয়াজুলের বিরুদ্ধে শিবগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দাযের করা হয়েছে।





























