
তরুণদের আর্থিক সাক্ষরতা ও ব্যাংকিং সচেতনতা বাড়াতে জনতা ব্যাংক পিএলসি., ড্রেজার সংস্থা শাখা, নারায়ণগঞ্জ আয়োজন করেছে ‘তারুণ্যের উৎসব–২০২৫’। মঙ্গলবার (২৮ অক্টোবর) বেলা ১১টার দিকে ব্যাংকের প্রাঙ্গণে এই উৎসব অনুষ্ঠিত হয়। এটি ‘গ্রাহক সেবা পক্ষ–২০২৫’ উপলক্ষে আয়োজিত বিশেষ অনুষ্ঠানগুলোর একটি।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনতা ব্যাংক পিএলসি.-এর ড্রেজার সংস্থা শাখার ব্যবস্থাপক ও সিনিয়র প্রিন্সিপাল অফিসার (এসপিও) মোঃ তৌহিদ রেজা। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন এসপিও মোঃ আবুল কালাম আজাদ, প্রিন্সিপাল অফিসার সামিয়া আহসান এবং সেকেন্ড অফিসার কামাল উদ্দিনসহ কর্মকর্তা কর্মচারীরা।
গ্রাহক, উদ্যোক্তা ও স্থানীয় তরুণদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশে ব্যাংকের বিভিন্ন সেবা, ডিজিটাল ব্যাংকিং সুবিধা, সঞ্চয় ও বিনিয়োগ কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা হয়। উপস্থিত গ্রাহকেরা ব্যাংকের কর্মকাণ্ডে সন্তুষ্টি প্রকাশ করেন এবং নানা প্রশ্নের উত্তর মনোযোগসহকারে দেন ব্যাংকের কর্মকর্তারা।
ব্যবস্থাপক মোঃ তৌহিদ রেজা বলেন,
“জনতা ব্যাংক পিএলসি. জনগণের ব্যাংক। আমরা কেবল ব্যাংকিং সেবা নয়, গ্রাহকের সঙ্গে বিশ্বাসের সম্পর্ক গড়ে তুলতে চাই। তরুণ প্রজন্মের আর্থিক সচেতনতা বাড়ানো আমাদের অন্যতম অঙ্গীকার—কারণ, আর্থিকভাবে সক্ষম তরুণরাই হবে উন্নত বাংলাদেশের চালিকাশক্তি।”
তিনি আরও বলেন, “গ্রাহক সেবা পক্ষের মূল উদ্দেশ্য হলো গ্রাহকদের মতামত জানা, তাঁদের চাহিদা বোঝা এবং সেবাকে আরও সহজ ও আধুনিক করা। জনতা ব্যাংক সবসময় জনগণের পাশে থেকে উন্নয়নে অংশ নিতে চায়।”



























