
আরাফাত আলী,স্টাফ রিপোর্টার :
সাতক্ষীরার কালিগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সাতক্ষীরা-৩ (আশাশুনি-কালিগঞ্জ) আসনের ধানের শীষের মনোনীত এমপি প্রার্থী কাজী আলাউদ্দিনের নেতৃত্বে এক বিশাল গণ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিকেল ৪টায় কালিগঞ্জ সরকারি কলেজ মাঠ থেকে মিছিলটি শুরু হয়ে উপজেলার ফুলতলা মোড়ে গিয়ে শেষ হয়।
এসময় সমাবেশে কাজী আলাউদ্দিন বলেন, গত ১৭ বছর ধরে ফ্যাসিস্ট সরকারের রক্তচক্ষু উপেক্ষা করে আমি মাঠে ময়দানে ছিলাম, যে সময়ে অনেকেই রাজপথে নামেননি। বিএনপির কঠিন সময়ে দলের পাশে থেকে আন্দোলন-সংগ্রামে অংশ নিয়েছি। এজন্যই আজ বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমার প্রতি আস্থা রেখে আমাকে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করার সুযোগ দিয়েছেন।কাজী আলাউদ্দিন অভিযোগ করে বলেন, “দলের মনোনয়ন পাওয়ার পরও বিএনপি'র মনোনয়ন প্রত্যাশী ডাক্তার শহিদুল আলম এখনো আমাকে অসহযোগিতা করছেন। আমি বিশ্বাস করি, তিনি দলের স্বার্থে এ ধরনের মনোভাব পরিহার করবেন এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করবেন।”
তিনি আরও আহ্বান জানান, “সাতক্ষীরা-৩ (আশাশুনি-কালিগঞ্জ) আসনের সর্বস্তরের নেতাকর্মী ও সাধারণ জনগণকে ধানের শীষের পক্ষে একযোগে কাজ করতে হবে। জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে ও গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আমাদের এই লড়াই আন্দোলন নির্বাচন পর্যন্ত চালিয়ে যেতে হবে।
গণমিছিলে কালিগঞ্জ ও আশাশুনি উপজেলার বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মী ও সমার্থক উপস্থিত ছিলেন।




























