
স্টাফ রিপোর্টার সুনামগঞ্জ-১ (তাহিরপুর–জামালগঞ্জ–মধ্যনগর–ধর্মপাশা) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী জননেতা কামরুজ্জামান কামরুলের চূড়ান্ত মনোনয়ন দাবিতে ধর্মপাশা উপজেলার শুখাইড়ে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৩ নভেম্বর) বিকেলে শুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে এ মিছিল বের হয়।
মিছিলটি শুখাইড় বাজার থেকে বের হয়ে বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পুরো এলাকা স্লোগানে মুখরিত হয়ে ওঠে এবং তৃণমূল নেতাকর্মীদের ঢলে পরিনত হয়ে ওঠে উত্তাল।
বিএনপির স্থানীয় নেতাকর্মীরা জানান—দীর্ঘদিন এলাকার মানুষের পাশে থাকা,নেতাকর্মীদের সুখ–দুঃখে সহমর্মিতা দেখানো এবং মাঠের রাজনীতিতে সক্রিয় ভূমিকার কারণে তৃণমূল এখন এককভাবেই কামরুলকে প্রার্থী হিসেবে দেখতে চায়।
মিছিলে নেতৃত্ব দেন ৭নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শামীম আহমদ। উপস্থিত ছিলেন ৭নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন,বিএনপি নেতা আশরাফুল,হীরা,অনিক,অপু,রাজন, শফিক,রুমন ও সুমনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের অসংখ্য নেতাকর্মী।
নেতাকর্মীরা বলেন,এলাকার সংকটে প্রথম পাশে দাঁড়ান কামরুজ্জামান কামরুল।তিনি তৃণমূলের ভরসার জায়গা—মনোনয়ন তাঁকেই দিতে হবে।
বিক্ষোভ শেষে নেতাকর্মীরা জানান,তৃণমূলে এখন একটাই দাবি—সুনামগঞ্জ-১ আসনে কামরুজ্জামান কামরুলকে চূড়ান্ত মনোনয়ন।





























