
নাহিদ ইসলাম, রাজশাহী ব্যুরো: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক মো: হাসান মারুফ বলেছেন, “মাদক একটি সামাজিক ব্যাধি। এ ব্যাধি থেকে জাতিকে রক্ষায় আমাদের জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে।”
বৃহস্পতিবার (৬ নভেম্বর) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ডিএনসির জেলা কার্যালয়ের সম্মেলন কক্ষে কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় তিনি প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন।
তিনি আরও বলেন,“যুবসমাজকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি, আধুনিক প্রযুক্তি ব্যবহার ও আন্তঃসংস্থাগত সমন্বয় জোরদার করা হবে।পাশাপাশি মাদক কারবারিরা যত শক্তিশালীই হোক, তাদের আইনের মুখোমুখি করতেই হবে।”
সভায় সভাপতিত্ব করেন উপপরিচালক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বগুড়া জেলা কার্যালয়ের উপপরিচালক জিললুর রহমান।
এ সময় মহাপরিচালক মাঠপর্যায়ের কর্মকর্তা ও সদস্যদের মনোবল বৃদ্ধিতে উৎসাহমূলক দিকনির্দেশনা প্রদান করেন। তিনি বলেন,“মাদকবিরোধী অভিযানে কোনো চাপ বা প্রভাব দেখলে সাথে সাথে সদর দপ্তরকে অবহিত করবেন। দায়িত্ব পালনেই আপনারা নিরাপত্তা ও সম্মান নিশ্চিত করবেন।”
অনুষ্ঠানে জেলার সাম্প্রতিক অভিযান, মামলার অগ্রগতি, জনসচেতনতামূলক কর্মসূচি ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
সভা শেষে মহাপরিচালক বগুড়া জেলার সার্বিক কার্যক্রমের সন্তোষ প্রকাশ করেন এবং সর্বোচ্চ সততা, দক্ষতা ও আন্তরিকতার সাথে কাজ করার আহ্বান জানান।




























