
শাকিল প্রধান:
মুন্সিগঞ্জের গজারিয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) গজারিয়া উপজেলার আয়োজনে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।উক্ত বর্ণাঢ্য র্যালির শুভ উদ্বোধন ঘোষণা করেন বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা আলহাজ্ব আব্দুল হাই এর জ্যৈষ্ঠ পুত্র কারা জনাব ইফতেখারুল আলম রিপন।
গজারিয়া উপজেলা বিএনপির আহবায়ক সৈয়দ সিদ্দিক উল্লাহ ফরিদের সভাপতিত্বে ও মুন্সীগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি আমিনুল ইসলাম জসিমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ,বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সভাপতি মজিবুর রহমান চেয়ারম্যান।
উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ইদ্রিস মিয়াজী মোহন,গজারিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রহমান শফিক, মুন্সিগঞ্জ জেলা বিএনপি আহবায়ক কমিটির অন্যতম সদস্য জনাব আহসান উল্লাহ চেয়ারম্যান, বাংলাদেশের জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক বাইজিদ শ্রাবণ, গজারিয়া উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক মোঃ বোরহান উদ্দিন ভূঁইয়া,গজারিয়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মফিজুল ইসলাম রনি মাষ্টার, গজারিয়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মুকবুল আহমেদ রতন,গজারিয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রিফাত, হোসেন্দি ইউনিয়নর বিএনপির সদস্য সচিব জাহাঙ্গীর মাতব্বর, বালুয়াকান্দি ইউনিয়নের সদস্য সচিব শরীফ মাষ্টার, সাবেক সাধারন সম্পাদক মনির হোসেন, গজারিয়া উপজেলা ছাত্রদলের সদস্য সচিব নাদিম মাহমুদ অপু। সাবেক সাধারন সম্পাদক বিল্লাল। এ ছাড়াও উপজেলা বিএনপি ও ৮ ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, কর্মী, সমর্থক ও স্থানীয় সাধারণ জনগণ। আলোচনা সভার পড় বিএনপির দলীয় কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদিক্ষণ করে।ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের গুরুত্ব ও তাৎপর্য, গৌরব ও ইতিহাস ও বিগত সরকারের নির্যাতন জুলুম এবং আগামী জাতীয় নির্বাচনকে সফল করতে দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন।




























