
নারায়ণগঞ্জ-৫ আসনে ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করা বিএনপি নেতা মাসুদুজ্জামান মাসুদ বলেছেন, নির্বাচিত হলে নারায়ণগঞ্জের উন্নয়নে জান ও মন উজাড় করে কাজ করবো।
মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন,
“নারায়ণগঞ্জকে নিয়ে নেতিবাচক ধারণা তৈরি করা হয়েছে—সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক, যানজট, শিক্ষা ব্যবস্থা—সব ক্ষেত্রেই জটিলতা। আমি যদি নির্বাচিত হতে পারি, ইনশাআল্লাহ হৃদয় দিয়ে কাজ করব, জান দিয়ে কাজ করব।”
নিজেকে সৎ ও নির্ভেজাল রাজনীতিক দাবি করে মাসুদ বলেন, “আমার বয়স ৫৮-৫৯, কিন্তু জীবনে কখনো মামলা হয়নি, এমনকি একটি জিডিও না। জুলাই আন্দোলনে মানবিক সহায়তা দিয়েছিলাম, রাজনৈতিকভাবে সক্রিয় ছিলাম না। আমি সাদা-কালো মানুষ, জটিল কিছু বুঝি না।”
তিনি আরও বলেন, তরুণ ও প্রবীণদের সমন্বয়ে একটি নিরাপদ, আধুনিক ও শিক্ষা-কেন্দ্রিক নারায়ণগঞ্জ গড়াই তার মূল লক্ষ্য।
“নারী-পুরুষ নির্বিশেষে ছাত্র, শিক্ষক, শ্রমিক ও পেশাজীবীসহ সকল শ্রেণির মানুষকে সঙ্গে নিয়ে ন্যায়ভিত্তিক ও সম্ভাবনাময় নতুন নারায়ণগঞ্জ গড়তে চাই।”
এ সময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুস সবুর খান সেন্টু, আনোয়ার হোসেন আনু, সাবেক সহসভাপতি মনিরুজ্জামান মনির, হাজী নূর উদ্দিন, ফারুক হোসেন, অ্যাডভোকেট বিল্লাল হোসেন, মাহবুবুল্লাহ তপন, মনোয়ার হোসেন শোখনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বহু নেতাকর্মী।




























