
দক্ষিণ কোরিয়ার গুয়াংজু শহরে ২ থেকে ৫ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘বিয়ন্ড বর্ডারস: এশিয়ার নিউ ওয়েভ’ শীর্ষক আন্তর্জাতিক সাংস্কৃতিক উৎসব। এশিয়ান কালচার সেন্টার আয়োজিত এই উৎসবে অংশ নিতে যাচ্ছে বাংলাদেশের সংগঠন ‘কাথ্যাকিয়া- দ্য সেন্টার অফ আর্টস’, যার নেতৃত্বে রয়েছেন নারায়ণগঞ্জের ছেলে এস এম হাসান ইশতিয়াক ইমরান।
ইমরান শুধু একজন শিল্প-সংগঠকই নন, তিনি নারায়ণগঞ্জের সাংস্কৃতিক অঙ্গনেরও গর্ব। তার বাবা বিশিষ্ট নাট্যকার ইউসুফ ইকবাল এবং চাচা বিশিষ্ট সাংবাদিক নাফিজ আশরাফ। সাংস্কৃতিক পরিবারেই বেড়ে ওঠা ইমরান নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা ইউনিয়নের হাজীগঞ্জ এলাকার বাসিন্দা।
২০১৮ সালে তিনি প্রতিষ্ঠা করেন নৃত্যসংগঠন কাথ্যাকিয়া। বর্তমানে এটি শুধু শিক্ষাপ্রতিষ্ঠান নয়, বরং তরুণ শিল্পীদের সমকালীন প্রযোজনা, সৃজনশীল অনুশীলন ও গবেষণার একটি আন্তর্জাতিক প্ল্যাটফর্মে পরিণত হয়েছে।
চার দিনব্যাপী এই উৎসবে সাতটি এশীয় দেশের তরুণ শিল্পীরা অংশ নেবেন। ঐতিহ্য ও আধুনিকতার সমন্বয়ে থাকবে সংগীত ও নৃত্য পরিবেশনা। বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবেন ইমরানসহ চার সদস্যের দল— তরুণ নৃত্যশিল্পী ও কোরিওগ্রাফার আনন্দিতা খান, আসিফ মোহাম্মদ মোসাদ্দেক এবং অন্বেষা বিশ্বাস অগ্নি। তারা আগামীকাল ৩ অক্টোবর স্থানীয় সময় দুপুর ২টায় গুয়াংজুতে মঞ্চে পরিবেশনা করবেন।
শুধু সাংস্কৃতিক পরিবেশনায় নয়, তারা আন্তর্জাতিক কর্মশালাতেও অংশ নেবেন বলে জানিয়েছেন ইমরান। আয়োজকরা মনে করছেন, এ ধরনের উদ্যোগ তরুণ শিল্পীদের মধ্যে সাংস্কৃতিক বিনিময়ের সুযোগ সৃষ্টি করবে এবং নতুন শিল্পচর্চার দিগন্ত উন্মোচন করবে।
এশিয়ান কালচার সেন্টার তাদের ওয়েবসাইটে জানিয়েছে, প্রতিষ্ঠার পর থেকে কাথ্যাকিয়া নর্থ আমেরিকান নজরুল কনভেনশন, ফোক ফেস্ট ইউএসএ, বাংলাদেশ শিল্পকলা একাডেমি ও ছায়ানট ক্লাসিক্যাল ড্যান্স ফেস্টিভ্যালের মতো মর্যাদাপূর্ণ আসরে পরিবেশনা করেছে।
নারায়ণগঞ্জের মাটির সন্তান ইমরান এবার আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের শিল্প-সংস্কৃতিকে তুলে ধরবেন, যা নারায়ণগঞ্জবাসীর জন্যও গর্বের বিষয় হয়ে দাঁড়িয়েছে।





























