
নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ বিক্রয় ও বাজারজাতকরণ রোধে নারায়ণগঞ্জে অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর। এ সময় দুইটি প্রতিষ্ঠান থেকে প্রায় ৮৮০ কেজি পলিথিন জব্দ করা হয় এবং প্রতিষ্ঠান দুটিকে মোট ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়।
শনিবার (৮ নভেম্বর) রাতে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাশেদ খানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে অংশ নেয় র্যাব-১১, নারায়ণগঞ্জ জেলা পুলিশ এবং পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তারা। অভিযানে পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক টিটু বড়ুয়া প্রসিকিউশন দায়ের করেন।
বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০) এর ৬(ক) ধারা লঙ্ঘনের অভিযোগে সদর উপজেলার দিগুবাবুর বাজারের দুটি দোকানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। মেসার্স আব্দুল্লাহ স্টোর থেকে ৭০০ কেজি পলিথিন জব্দ করে ২৫ হাজার টাকা জরিমানা এবং মেসার্স সুমন স্টোর থেকে ১৮০ কেজি পলিথিন জব্দ করে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
পরিবেশ অধিদপ্তরের নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, নিষিদ্ধ পলিথিনের বিক্রয়, মজুদ, ব্যবহার ও বাজারজাতকরণ রোধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চালানো হবে।





























