
নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় ফুফুর বাড়িতে বেড়াতে এসে পুকুরে ডুবে দুই সহোদর শিশুর করুণ মৃত্যু হয়েছে। নিহতরা হলো আশিক (১২) ও আরিয়ান (১০)। তারা ঢাকা জেলার কামরাঙ্গীরচর থানার যাওলা হাটি চৌরাস্তা এলাকার বাসিন্দা খলিল মিয়ার ছেলে।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টার মধ্যে বন্দর উপজেলার মুসাপুর ইউনিয়নের গোবিন্দকুল এলাকায় বিসিসি ইটভাটার খোলা পুকুরে এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আশিক ও আরিয়ান কয়েক দিন আগে তাদের ফুফুর বাড়িতে বেড়াতে আসে। বৃহস্পতিবার বিকেলে সবার অগোচরে তারা বাড়ির পাশের বিসিসি ইটভাটার খোলা পুকুরে গোসল করতে নামে। একপর্যায়ে গভীর পানিতে তলিয়ে গেলে তারা আর উঠতে পারেনি।
খবর পেয়ে বন্দর থানার উপপরিদর্শক (এসআই) ফারুক দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুই শিশুর মরদেহ উদ্ধার করেন এবং সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মুক্তার আশরাফ উদ্দিন জানান, এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মৃত্যুর ঘটনায় কোনো সন্দেহ না থাকায় নিহতদের বাবা বিনা ময়নাতদন্তে মরদেহ হস্তান্তরের আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে প্রশাসন মরদেহ দুটি পরিবারের কাছে হস্তান্তর করেছে।





























