
নারায়ণগঞ্জে বায়ুদূষণ রোধে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর। এ সময় একটি প্রতিষ্ঠানকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা এবং পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালকের নির্দেশনায় মঙ্গলবার (১১ নভেম্বর) এই অভিযান পরিচালনা করা হয়। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার খন্দকার শমিত রাজা অভিযানে নেতৃত্ব দেন।
অভিযানে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের উপপরিচালক এ এইচ এম রাসেদ এবং সহকারী পরিচালক মো. রাসেল মাহামুদ। তিনি প্রসিকিউশন পরিচালনা করেন।
বায়ুদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা ২০২২–এর ১১(খ) বিধি লঙ্ঘনের দায়ে সদর উপজেলার পাগলা তালতলায় মেসার্স নিপুন ট্রেডার্স নামের প্রতিষ্ঠানটিকে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫–এর ১৫(২) ধারা অনুযায়ী ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান চলাকালে বেশ কয়েকটি বালুঘাটের মালিককে সতর্ক করা হয়। পাশাপাশি নির্মাণসামগ্রী ঢেকে রাখা ও নিয়মিত পানি ছিটিয়ে ধুলো নিয়ন্ত্রণে রাখার নির্দেশনা দেওয়া হয়।
পরে পঞ্চবটি থেকে মুক্তারপুর পর্যন্ত সড়ক নির্মাণের দায়িত্বপ্রাপ্ত এস ডি এল কিউ অ্যান্ড সি এস আই জে ভি নামের প্রতিষ্ঠানের এনভায়রনমেন্টাল সেফটি অফিসার মো. লিটনকে নিয়মিত পানি ছিটানোর নির্দেশ দেওয়া হয়। এ সময় অভিযানের উপস্থিতিতেই রাস্তার ওপর পানি ছিটানো হয়।
পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা বলেন, দূষণকারী কারখানা ও প্রকল্পের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।





























