
নাহিদ ইসলাম, রাজশাহী ব্যুরো: ট্যাপেন্টাডলের ছোবল থামাতে বগুড়ায় অব্যাহত অভিযানের ধারাবাহিকতায় এবার ট্যাপেন্টাডলসসহ এক ওষুধ ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) বগুড়া জেলা কার্যালয়ের সদস্যরা।
মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুরে গাবতলী উপজেলার গোলাবাড়ী বাজারে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত রাজ্জাক মিঠু মহিষাবান ইউনিয়নের মড়িয়া গ্রামের মৃত মোয়াজ্জেম হোসেনের ছেলে। তার বিরুদ্ধে একাধিক মামলা আছে বলেও নিশ্চিত করেছে ডিএনসি।
গোপন সংবাদের ভিত্তিতে গোলাবাড়ী বাজারে অবস্থিত ওহাব ফার্মেসীতে অভিযান পরিচালনা করে ডিএনসি।
এ সময় ফার্মেসীর মালিক আব্দুর রাজ্জাক মিঠুর কাছে থেকে ২৪ পিস কমলা রঙের ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করে ডিএনসির চৌকস দলটি।
অভিযানের পর গোলাবাড়ী বাজারে দেখা দেয় চাঞ্চল্য। দীর্ঘদিন ধরে ফার্মেসীর আড়ালে মাদক বিক্রির সেই হোতা গ্রেফতার হওয়ায় স্থানীয়রা স্বস্তি প্রকাশ করেছেন।
বাজারের ব্যবসায়ীরা বলছেন,“অনেক দিন ধরেই সন্দেহ ছিল ওষুধের দোকানে কিছু একটা চলছে। ডিএনসির এ অভিযানে এলাকার যুবসমাজ রক্ষা পাবে।”
স্থানীয় এক স্কুলশিক্ষক বলেন,“ট্যাপেন্টাডল নেশায় অনেক কিশোর ধ্বংস হয়ে যাচ্ছে। এই অভিযান আমাদের সন্তানের ভবিষ্যৎ রক্ষার বড় পদক্ষেপ।”
তিনি আরো বলেন,“ফার্মেসী থেকে এমন নেশার ওষুধ বিক্রি হবে ভাবতেই কষ্ট হয়। আমরা চাই এ ধরনের অভিযান আরও বাড়ানো হোক।” অভিযানের পর ডিএনসির প্রতি আস্থা বেড়েছে বলেও মন্তব্য করেন তিনি।
ডিএনসির বগুড়া জেলা কার্যালয়ের উপপরিচালক জিললুর রহমান বলেন,“ফার্মেসীর লাইসেন্সকে ঢাল হিসেবে ব্যবহার করে কেউ মাদক ব্যবসা করলে ছাড় দেওয়া হবে না। যুবসমাজকে রক্ষায় ট্যাপেন্টাডল বিরোধী অভিযান আরও জোরদার করা হবে।”





























