
গাজী হাবিব, সাতক্ষীরা:
ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা ইউনিটের কার্যনির্বাহী কমিটির ত্রি-বার্ষিক (২০২৫–২০২৭) নির্বাচন সম্পন্ন হয়েছে। এ নির্বাচনে জামায়াত সমর্থিত ‘সচেতন সাতক্ষীরাবাসী’ প্যানেল বড় জয় পেয়েছে। প্যানেলটির ৭ জন প্রার্থীর মধ্যে ৫ জন বিজয়ী হয়েছেন। অপরদিকে, বিএনপি সমর্থিত ‘সমন্বিত নাগরিকরা’ প্যানেল থেকে মাত্র ২ জন প্রার্থী জয় লাভ করেছেন।
সোমবার (১০ নভেম্বর) সকাল ১১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে সহ-সভাপতি পদে মাওলানা আজিজুর রহমান ৪৫৩ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এডভোকেট কামরুজ্জামান ভুট্টো পেয়েছেন ৩১৯ ভোট এবং অপর প্রার্থী প্রফেসর মোজাম্মেল হক পেয়েছেন ২৯৩ ভোট।
সাধারণ সম্পাদক (সেক্রেটারি) পদে জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক ওমর ফারুক ৪৭৫ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. মাসুম বিল্লাহ শাহিন পেয়েছেন ৩৪৫ ভোট।
কার্যকরী সদস্য পদে বিজয়ী হয়েছেন- শফিকুল আলম বাবু (৪৮৪ ভোট), মো. জাহিদুল ইসলাম (৪৭৮ ভোট), মাওলানা হাবিবুর রহমান (৪৬৩ ভোট), মো. শফিকুল ইসলাম (৪৬০ ভোট) এবং কামরুজ্জামান কামু (৪৬০ ভোট)।
নির্বাচনে মোট ৭টি পদে ১৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে ভাইস-চেয়ারম্যান পদে ৩ জন, সাধারণ সম্পাদক পদে ৩ জন এবং কার্যকরী সদস্য পদে ১২ জন প্রার্থী ছিলেন।
মোট ১,৬৩০ জন ভোটারের মধ্যে ১,১১৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনটি সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।




























