
মো: ফখর উদ্দিন, ষ্টাফ রিপোর্টার:
নোয়াখালীর সেনবাগের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ছিলোনিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আবদুস সাত্তার ও সিনিয়র সহকারী শিক্ষক আবুল খায়েরের আনুষ্ঠানিক ভাবে বিদায় সংবর্ধনা দিয়েছে ছিলোনিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয় অ্যালামনাই এসোসিয়েশন। এ উপলক্ষে শনিবার সকাল থেকে দিনব্যাপী ছিলোনিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয় অ্যালামনাই এসোসিয়েশন এর উদ্যোগে স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে বিদায়ী সন্ধিক্ষণ। দিনব্যাপী নানা আয়োজনের মধ্যদিয়ে অনুষ্ঠিত এ বিদায়ী সন্ধিক্ষণে বর্ণাঢ্য শুভ উদ্বোধন করেন-ছিলোনিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের অ্যালামনাই এসোসিয়েশন এর ফাউন্ডার ও প্রধান পৃষ্ঠপোষক টপ স্টার গ্রুপের কর্ণধার লায়ন সৈয়দ হারুন এমজেএফ। ছিলোনিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামাল উদ্দিন এর সভাপতিত্বে ও আবুল হাসনাত মোঃ মহসিন এবং মোহাম্মদ আবু নাছের এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চ্যুয়ালি যোগ দিয়ে বক্তব্য রাখেন-নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সলিমুল্লাহ খান। অনুষ্ঠানের উদ্বোধক ও বিশেষ অতিথি ছিলেন, অ্যালামনাই এসোসিয়েশন এর ফাউন্ডার ও প্রধান পৃষ্ঠপোষক টপ স্টার গ্রুপের কর্ণধার লায়ন সৈয়দ হারুন এমজেএফ। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, ছিলোনিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয় অ্যালামনাই ও চট্টগ্রাম সরকারি সিটি কলেজের অধ্যাপক হুমায়ুন কবির, ছিলোনিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি আব্দুল মোতালেব দুলাল, সৈয়দা শারমিন আ্ক্তার, সংবর্ধিত অতিথি ছিলোনিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আবদুস সাত্তার ও সিনিয়র সহকারী শিক্ষক আবুল খায়ের, নোয়াখালী জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নুর মোহাম্মদ জাহাঙ্গীর, লায়ন শাহাদাত হোসেন, সেনবাগ উপজেলার সাবেক মাধ্যমিক শিক্ষা অফিসার নাজিম উদ্দিন, বাতাকান্দী আদর্শ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোহাং নুরুল হুদা, সেনবাগ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির আহবায়ক মনিরুল ইসলাম, সেনবাগ উপজেলা মাদরাসা শিক্ষক সমিতির আহবায়ক মাওলানা আমিরুজ্জামান, বৈষম্য বিরোধী ছাত্র প্রতিনিধি মোঃ কামরুজ্জামান, বিদ্যালয়ের সাবেক ছাত্র মির্জা সোলাইমান, ইউছুপ মজুমদার, মোঃ ইলিয়াস, মোঃ জুয়েল, হোসেন শহীদ সোহরাওয়ার্দী, বিজয় চন্দ্র শীল সহ প্রমুখ বক্তব্য রাখেন।




























