
ফজলুল করিম শেরপুর প্রতিনিধি :
শেরপুরের সীমান্তবর্তী নালিতাবাড়ী উপজেলার নন্নীর ইউনিয়নের উদলাকুচি এলাকায় সৎ ভাই ওমান প্রবাসী সুজন মিয়ার বিরুদ্ধে প্রতারণা ও হুমকির অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী রিপন মিয়া (৩৫)। তিনি উদলাকুচি গ্রামের মো: আদম আলীর ছেলে।
অভিযোগ সূত্র ও রিপন মিয়ার বক্তব্যে জানা গেছে, রিপন মিয়ার সৎ ভাই ওমান প্রবাসী সুজন মিয়া তাকে ইতালি নিয়ে যাওয়ার প্রলোভন দেখিয়ে নন্নী বাজার সংলগ্ন রাস্তার পাশে একখন্ড সাড়ে চার শতাংশ জমি নামমাত্র ৬ লক্ষ টাকা মূল্যে লিখে নেয়। পরবর্তীতে তাকে ইতালি না নিয়ে যাওয়ায় তিনি সর্ব শান্ত হয়ে গেছেন বলে জানান রিপন মিয়া। এছাড়া তিনি আরও বলেন, সুজন মিয়া তার স্ত্রী লাভলী খাতুন কে দিয়ে তাকে নানা ভাবে হুমকি প্রদান ও হয়রানি করছে। এবং তার ক্রয়কৃত সাড়ে ৪ হাজার ইট জোরপূর্বক নিজের বলে দাবি করে লাভলী খাতুন।
তবে সুজন মিয়ার স্ত্রী লাভলী খাতুনের সাথে মুঠোফোনে কথা বললে তিনি বলেন, রিপন টাকার বিনিময়ে জমি বিক্রি করেছে। বিদেশে নেওয়ার কথা বলে জমি লিখে নেওয়ার কথা ঠিক না। এছাড়া রিপন আমাদের কাছে সাড়ে চার হাজার ইট বিক্রি করে এখন জোর পূর্বক অন্যত্র বিক্রি করেছে বলেও জানান তিনি।
রিপনের বাবা আদম আলীর সাথে কথা বললে তিনি বলেন, সুজন আমার বড় ছেলে।সে আমাকে না জানিয়ে গোপনে রিপনের কাছ থেকে জমি লিখে নিয়ে তাকে পথে বসিয়েছে। তাকে ইটালি নিয়ে যাওয়ার প্রলোভন দেখিয়ে একাজ করেছে। এমকি আমাকেও সে হত্যার হুমকি ধামকি পর্যন্ত দিয়েছে।
নন্নীর স্থানীয় বাসিন্দা বিল্লাল হোসেন বলেন, সুজন ইটালি নিয়ে যাওয়ার প্রলোভন দেখিয়ে রিপনের কাছ থেকে জমি লিখে নেওয়ার কথা সঠিক। আমি জমি দলিল করার সময় সাক্ষী ছিলাম। সুজন মিয়া রিপনকে মাত্র ২ লক্ষ টাকা ও মোটরসাইকেল দিয়ে জমি লিখে নেয়। পরে সে তার কথা রাখে নি।
এব্যাপারে নালিতাবাড়ী থানার উপপরিদর্শক হান্নানের সাথে কথা বলে জানা গেছে, রিপন মিয়ার কাছ থেকে আমরা একটি অভিযোগ পেয়েছি। জিডি হিসেবে তা গ্রহণ করে কোর্ট এ পাঠানো হয়েছে। কোর্ট তদন্তের নির্দেশ দিলে আমরা পরবর্তী ব্যবস্থা নিব।
ছবি ক্যাপশন: নিজ জমির সামনে দাঁড়িয়ে আছেন ভুক্তভোগী রিপন মিয়া।





























