
পি. কে রায়, বিশেষ প্রতিনিধিঃ দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় ৩৬ জুলাই গণঅভ্যূত্থানের প্রথম বার্ষিকী ও জাতীয় মুক্তি দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী চিরিরবন্দর উপজেলা শাখার আয়োজনে গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠানে এসব কথা বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-৪ (খানসামা-চিরিরবন্দর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনিত প্রার্থী সাবেক উপজেলা চেয়ারম্যান, সাবেক দিনাজপুর জেলা আমির আলহাজ্ব মোঃ আফতাব উদ্দীন মোল্লা।
মঙ্গলবার (৫আগস্ট) সকাল ১১ ঘটিকায় উপজেলার দারুল ফালাহ্ আলিম মাদ্রাসা মাঠ হতে ঘুঘুরাতলী মোড় হয়ে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-৪ (খানসামা-চিরিরবন্দর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনিত প্রার্থী, সাবেক দিনাজপুর জেলা আমির ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আফতাব উদ্দিন মোল্লার নেতৃত্বে একটি গণমিছিল উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ঘুঘুরাতলী মোড়ে এসে সমাবেশ করে।
উক্ত সমাবেশে চিরিরবন্দর উপজেলা বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর মোঃ রাশেদুল হকের সভাপতিত্বে ও উপজেলা বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহ সেক্রটারী রায়হানুল ইসলাম এর উপস্থাপনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনিত প্রার্থী, সাবেক দিনাজপুর জেলা আমির ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আফতাব উদ্দীন মোল্লা।
এ সময় তিনি কোন একটি দলকে উদ্দেশ্য করে বলেন, যে দল নিজের দলকে কন্ট্রোল করতে পারেনা সেই দল বাংলাদেশকে শাসন করে শান্তি দিতে পারবেনা"।
এ সময় অন্যান্যের মধ্যে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাবেক কেন্দ্রীয় সভাপতি ও দিনাজপুর জেলা সহকারি সেক্রেটারী বাংলাদেশ জামায়াতে ইসলামীর মো: রাজিবুর রহমান পলাশ, দিনাজপুর জেলা বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য ও সাবেক জেলা জামায়াতের সম্পাদক মোঃ আনোয়ার হোসেন, ইন্জিনায়ার্স ফোরাম ঢাকা মহানগরী উত্তর এর সেক্রেটারী ইন্জিনিয়ার তারিকুল ইসলাম, চিরিরবন্দর উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোঃ আফছার আলী, যুব বিভাগের সভাপতি মুখতার হোসেন, পেশাজীবি বিভাগের সভাপতা রমজান আলী, উপজেলা ওলামা বিভাগের সভাপতি মাওলানা মোঃ মহসিন আলী, উপজেলা শিবির নেতা রাকিবুল ইসলাম প্রমূখ।
এসময় বাংলাদেশ জামায়াতে ইসলামীর সকল উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দসহ প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।





























