
আবু রায়হান, স্টাফ রিপোর্টার
টাঙ্গাইলের নাগরপুর থানার সিআর মামলা নং–৮৭২/১২ এর এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী মোঃ সুমন শিকদার (২৭)-কে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)–১৪, সিপিসি–৩, টাঙ্গাইল ক্যাম্প।
র্যাবের একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (৮ নভেম্বর ২০২৫) সন্ধ্যা আনুমানিক ৬টা ৪০ মিনিটে গাজীপুর মেট্রোপলিটন এলাকার কোনাবাড়ী থানাধীন আমবাগ মোকসেদ আলী জামে মসজিদের রাস্তার পশ্চিম পাশে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামী মোঃ সুমন শিকদার (২৭), পিতা মোহর আলী, ঠিকানা রেহাই মিরকুটিয়া, থানা–নাগরপুর, জেলা–টাঙ্গাইল।
র্যাব সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত আসামী দীর্ঘদিন ধরে আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিল। অবশেষে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা সম্ভব হয়েছে।
গ্রেফতারকৃত আসামিকে যথাযথ আইনি প্রক্রিয়া সম্পন্নের পর সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।





























