
স্টাফ রিপোর্টার:
টাঙ্গুয়ার হাওর রক্ষায় সরকারের সুরক্ষা আদেশ জারি বাস্তবায়নের লক্ষ্যে শনিবার (৯ নভেম্বর) তাহিরপুর উপজেলার নয়হাল জলমহালে প্রশাসন পরিচালিত জোরদার অভিযান সম্পন্ন হয়েছে। অভিযানে অবৈধ বাঁশের বেড়া, চায়না দোয়ারি ও নেটজাল জব্দ করে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। জব্দকৃত জালের মূল্য প্রায় ৭ লক্ষ টাকা।
জেলা প্রশাসক ড.মোহাম্মদ ইলিয়াস মিয়ার নির্দেশে এবং উপজেলা নির্বাহী অফিসার মো.মেহেদী হাসান মানিকের তত্ত্বাবধানে,সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহরুখ আলম শান্তনু নেতৃত্বে অভিযানটি পরিচালনা করা হয়।
এ ব্যাপারে শাহরুখ আলম শান্তনু বলেন,টাঙ্গুয়ার হাওর রক্ষায় সরকারের সুরক্ষা আদেশ জারি বাস্তবায়নের লক্ষ্যে,অভিযানে আজকে নয়হাল বিল থেকে বিপুল পরিমাণ মাছ ধরার নিষিদ্ধ সরঞ্জাম চায়না দোয়ারি ও নেটজাল উদ্ধার করে আগুনে পুড়ে ভস্মীভূত করেছি। রাষ্ট্রীয় স্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।
অভিযানের ফলে নয়হাল বিলের মূল জলাধার দখলমুক্ত হয়েছে এবং মৎস্য প্রজননের প্রাকৃতিক পরিবেশ পুনরুদ্ধার হয়েছে। স্থানীয়রা প্রশাসনের পদক্ষেপকে হাওরের ভবিষ্যতের জন্য সাহসী ও যুগান্তকারী উদ্যোগ হিসেবে অভিহিত করেছেন। তারা বলেন,টাঙ্গুয়ার হাওর শুধু জলাভূমি নয়,এটি দেশের জীববৈচিত্র্যের অমূল্য সম্পদ। প্রশাসনের দৃঢ় পদক্ষেপ হাওরের জীবন বাঁচিয়েছে।
উল্লেখ্য,আগে স্থানীয় প্রভাবশালী চক্র হাওরের কিছু অংশ দখল করে অবৈধভাবে মাছ আহরণ করছিল। উপজেলা প্রশাসনের সঙ্গে তাহিরপুর থানা পুলিশ ও আনসার সদস্যরা সক্রিয়ভাবে অভিযানে অংশগ্রহণ করেন।





























