
প্রেম কখন কোন বয়সে কার ওপর পড়ে— বলা মুশকিল। বয়সের ব্যবধানও হয়ে পড়ে নস্যি। এর সবটাই মিলে গেল অস্কারজয়ী অভিনেতা হলিউড অভিনেতা শন পেনের সঙ্গে। ৬৪ বছর বয়সী এ অভিনেতা ৩০ বছর বয়সী বান্ধবী ভালেরিয়া নিকোভকে প্রকাশ্যে এনে রীতিমতো চমকে দিয়েছেন।
অর্ধেক বয়সী মডেল ভালেরিয়ার সঙ্গে শনের প্রেমের খবর নিয়ে সামাজিক মাধ্যম রীতিমতো সরগরম। সম্প্রতি একটি চলচ্চিত্র উৎসবে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অভিনেতা। সেখানেই প্রেমিকাকে নিয়ে রেড কার্পেটে হেঁটে সবাইকে সম্পর্কের খবর জানিয়েছেন।
চলতি বছর সেপ্টেম্বরে স্পেনের মাদ্রিদে পাপারাজ্জিরা প্রথম শন ও ভালেরিয়াকে ক্যামেরাবন্দি করেন। কিন্তু ব্যক্তিগত সম্পর্ক নিয়ে শন কোনো প্রতিক্রিয়া দেননি। তবে রেড কার্পেটে যুগলের একত্র উপস্থিতিকে অনুরাগীরা সম্পর্কে সিলমোহর বলেই ধরে নিয়েছেন।
শনকে অস্কার এনে দেয় ‘মিস্টিক রিভার’ ও ‘মিল্ক’ছবি দুটি। এর আগে তিন বার ঘর বেঁধেছেন তিনি। ১৯৮৫ সালে পপ সম্রাজ্ঞী ম্যাডোনাকে বিয়ে করেন তিনি। চার বছর টিকেছিল সে বিয়ে। পরে রবিন রাইট ও লেইলা জর্জের সঙ্গে ঘর বাঁধেন তিনি।







































