
বাংলাদেশের ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া আয়মান সম্প্রতি তার সোশ্যাল মিডিয়া পোস্টে একটি বিষয় নিয়ে ভক্তদের সাথে মজার এবং অন্তরঙ্গ কথোপকথনে জড়িয়েছেন। ছোটপর্দা ও ওয়েব সিরিজ তাকদীরেতে অভিনয়ের মাধ্যমে দর্শকদের কাছে বিশেষ জায়গা করে নিয়েছেন সাদিয়া। এছাড়া ‘কাজল রেখা’ এবং ‘উৎসব’ সিনেমায়ও তার অভিনয় প্রশংসিত হয়েছে।
তার সাম্প্রতিক পোস্টে সাদিয়া আয়মান নিজের অভ্যন্তরীণ অনুভূতি শেয়ার করেছেন, যেখানে তিনি জানিয়েছেন, ‘আমার বয়স বেশি না, তবুও এমন কেন হয়?’ এমন প্রশ্ন করে অভিনেত্রী লিখেছেন, ‘ফেব্রুয়ারি মাস থেকে অনেক সুন্দর ছবি ও ভিডিও জমে আছে, কিন্তু সেগুলো পোস্ট করতে ইচ্ছা করছে না। অনেক চেষ্টা করেও পোস্ট করা হলো না!’
এরপর সাদিয়া বলেন, ‘একটি ছবি বা ভিডিও পোস্ট করার জন্য এত এফোর্ট দিতে হয়- ছবি সিলেক্ট করা, এডিট করা, গান সিলেক্ট করা... এখন এসব মনে করেই মনে হয় অনেক প্রেসার। তবে আমার বয়স তো বেশি না, তবুও কেন এমন হয়?’
তিনি আরও বলেন, ‘এমনটা কি আপনাদের সাথেও হয়? পোস্টের সাথে রিলেটেবল ক্যাপশনও ভাবতে হয়, এই বিষয়টি তো আমি ভুলেই গিয়েছিলাম!’
তার এই পোস্টের মন্তব্যে নেটিজেনরা নানা অভিজ্ঞতা শেয়ার করেছেন। একজন মন্তব্য করেছেন, ‘হ্যাঁ, আমার সাথেও এমন হয়। গান ঠিক করতে করতে মুডটাই বদলে যায়!’ আরেকজন বলেছেন, ‘মন খারাপ হলে কিছুই ভালো লাগে না, পরিস্থিতি সবসময় এক থাকে না।’
সাদিয়া আয়মানের পোস্ট সত্যিই অনেকের কাছে এক অভ্যন্তরীণ কথোপকথন হয়ে উঠেছে, যেখানে তিনি নিজের অনুভূতির সঙ্গে অনেকের অভিজ্ঞতা মিলিয়ে সবার কাছে এক ধরনের কমন গ্রাউন্ড তৈরি করেছেন। তার এই অদ্ভুত অনুভূতির প্রকাশ ভক্তদের কাছেও প্রাসঙ্গিক ও রিলেটেবল মনে হয়েছে, যা সোশ্যাল মিডিয়ায় দ্রুত ছড়িয়ে পড়েছে।







































