
৪৯ নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব বাদল সর্দার এর সার্বিক তত্বাবধানে ওয়ার্ডের বিভিন্ন গলির ময়লা আবর্জনা পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে। যার ফলে এই বর্ষায় যেমন পানি জমাট বাধা দুর করবে ঠিক তেমনি ডেঙ্গু প্রতিরোধ করা সম্ভব। কারণ এসব আবর্জনায় ডেঙ্গু কীট বাসা বাধতে পারে। পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য গলির মানুষ তাদের স্বস্তির কথা তুলে ধরেছে। একজন গলির বাসিন্দা বলে, বাদল সর্দার এর এই সময়োপযোগী পরিচ্ছন্নতার কারণে এখন গলিটা পরিষ্কার হয়ে গেছে।
এই গলিটা অনেকটাই ময়লা আবর্জনায় ভর্তি ছিলো। সুয়ারেজ কিছুদিন পরপর ভরে যেতো। যার ফলে গলির মানুষের কষ্ট হয়ে যেতো। এখন সুয়ারেজ সহজে ভরবে না। কারণ ভিতর থেকে অনেক ভালো করে পরিষ্কার করা হয়েছে। যার জন্য তিনি কমিশনার বাদল সর্দারকে ধন্যবাদ জানান। এবং আশা রাখেন সামনে এই গলির কাজ টা করে দিবে। এই গলির কাজ অনেক বছর যাবত হয়নি।আমাদের এখন একটাই চাহিদা এই গলির কাজ। তাহলে আমরা সুন্দরভাবে চলাফেরা করতে পারবো। কমিশনার বাদল সর্দার এর কাছে জানতে চাইলে তিনি বলেন, সামনে টেন্ডারে এই গলির কাজ হয়েযাওয়ার সম্ভাবনা অনেক। আমি এই ওয়ার্ডের প্রায় সব গলির কাজ করে ফেলেছি। আর অল্প কিছু গলির কাজ বাকি।
আমি আমার নির্বাচনী প্রতিশ্রুতি মোতাবেক সকল কাজ সম্পন্ন করেছি এই ৪ বছরে। এখন আর অল্প কিছু বাকি রয়েছে এই ওয়ার্ডে। যা আগামী টেন্ডারে হয়ে যাওয়ার কথা। আমি সব সময় চাই এই ওয়ার্ডের মানুষ স্বাভাবিক জীবন যাপন করুক। সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন ওয়ার্ড হিসেবে রাখার জন্য সর্বদা চেষ্টা করি। এই ওয়ার্ডের মানুষকে আমি নিজের পরিবারের মতো ভাবি। যার ফলে তারাও আমাকে নিজের পরিবার মনে করে। সবাই তাদের যেকোন সমস্যার সমাধানে আমার কার্যালয়ে নির্দ্ধিধায় আসতে পারে। আামিও আমার সাধ্যমতো চেষ্টা করি তাদের যেকোন সমস্যা সমাধা দিতে।







































