
আতিক ফারুকী, নিজস্ব প্রতিবেদক :
৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সুনামগঞ্জের মধ্যনগর উপজেলা বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৭ নভেম্বর) দুপুরে উপজেলা সদরের খাদ্যগুদামের সামনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত সংসদ সদস্য প্রার্থী, কৃষক দল কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক ও তাহিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আনিসুল হক।
বক্তব্যে আনিসুল হক বলেন, “৭ই নভেম্বর বাংলাদেশের ইতিহাসে এক গৌরবোজ্জ্বল দিন। এদিন সৈনিক ও জনগণ ঐক্যবদ্ধ হয়ে স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”
তিনি আরও বলেন, “আমরা হিন্দু-মুসলিম মিলেমিশে সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ গড়তে চাই। আইনের শাসন প্রতিষ্ঠা করে এমন একটি পরিবেশ সৃষ্টি করব, যেখানে কেউ কারও উপর রক্তচক্ষু দেখাবে না, থাকবে না কোনো ভয়ের সংস্কৃতি। সবাই মিলে ভ্রাতৃত্ববোধের সুনামগঞ্জ-১ আসনটি গড়ে তুলব।”
বিএনপির মনোনয়ন পাওয়ার পর মধ্যনগরে প্রথম আগমন উপলক্ষে আনিসুল হককে ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করেন উপজেলা বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা। তিনি বলেন, “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমাকে যে আস্থা ও দায়িত্ব দিয়েছেন, তার প্রতিদান হিসেবে ধানের শীষকে আপনাদের কাছে আমানত হিসেবে তুলে দিচ্ছি। আসন্ন নির্বাচনে বিপুল ভোটে ধানের শীষকে জয়ী করে তারেক রহমানকে উপহার দিতে চাই।”
সভায় সভাপতিত্ব করেন মধ্যনগর উপজেলা বিএনপির আহ্বায়ক মো. আবে হায়াত এবং সঞ্চালনা করেন ১ম যুগ্ম আহ্বায়ক আব্দুল কাইয়ূম মজনু।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল বাশার ও মোশাহিদ তালুকদার, জেলা বিএনপির সদস্য আবুল কালাম আজাদসহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিপুল সংখ্যক নেতাকর্মী।
সভা শেষে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
র্যালি ও সভাকে ঘিরে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।





























