
নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অধ্যাপক ইলিয়াস মোল্লার নির্বাচনী প্রচারণায় বাধা ও হামলার অভিযোগের প্রতিবাদে আড়াইহাজারে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) আড়াইহাজার উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি আড়াইহাজার পৌরসভার শহীদ মঞ্জুর স্টেডিয়াম থেকে শুরু হয়ে আড়াইহাজার চৌরাস্তা (পায়রা চত্বর) পর্যন্ত গিয়ে শেষ হয়।
বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক ইলিয়াস মোল্লা। এ ছাড়া উপস্থিত ছিলেন প্রার্থীর প্রধান নির্বাচনী এজেন্ট অধ্যাপক আজিজুল ইসলাম, জামায়াতে ইসলামী আড়াইহাজার উপজেলা দক্ষিণ শাখার আমীর হাদিউল ইসলামসহ নেতাকর্মীরা।
মিছিল চলাকালে অংশগ্রহণকারীরা জামায়াতের নির্বাচনী প্রচারণায় হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও বিচার দাবি করে বিভিন্ন স্লোগান দেন।
জামায়াত নেতারা অভিযোগ করেন, নির্বাচনী পরিবেশ বাধাগ্রস্ত করতেই বিএনপির কিছু নেতাকর্মী এই হামলায় জড়িত ছিল। তারা অবিলম্বে সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশ নিশ্চিত করতে প্রশাসনের কার্যকর পদক্ষেপ কামনা করেন।




























