
গাজীপুর জেলা প্রতিনিধিঃ
গাজীপুরে মাদক মামলার আসামি আটক করতে ও মাদক উদ্ধারে গিয়ে মারধরের শিকার হয়েছেন সদর মেট্রো থানার দুই পুলিশ সদস্য। এসময় মাদককারবারীদের হামলায় গাজীপুর সদর মেট্রো থানার এ এস আই আব্দুর রশিদ (৪০) এবং কনস্টেবল সাইফুল ইসলাম (৩৬) গুরুতর আহত হলে তাদেরকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
মঙ্গলবার (২৫ নভেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন গাজীপুর মেট্রোপলিটনের উপ-পুলিশ কমিশনার (ডিসি, অপরাধ উত্তর) মোঃ রবিউল হাসান।
সোমবার (২৪ নভেম্বর) রাত সাড়ে ১২ টার সময় মহানগরীর ভোড়া চৌকিদারবাড়ী এলাকায় মাদক
মামলার আসামি আব্রাহাম রায়হান (১৮) কে আটক করতে গেলে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানাযায়,মাদক মামলার আসামি আব্রাহাম রায়হানকে আটক করার পর আলামত জব্দ এবং স্থানীয় সাক্ষীদের স্বাক্ষর গ্রহণ ও আসামীর মোটরসাইকেল জব্দ করার জন্য যান। আলামত জব্দ করে মাদক ব্যবসায়ী মুমতাজ, শাহ জামাল ওরফে মালা পাগলাকে গ্রেফতারের চেষ্টাকালে মুমতাজ ও তাহার ছেলেরা এবং আসামী মোঃ আব্রাহাম রায়হান এর আত্মীয় স্বজন এ এস আই আব্দুর রশিদ ও কনস্টেবল সাইফুল ইসলামকে ঘিরে ধরে মাথায় আঘাতসহ শরীরের বিভিন্ন অঙ্গে মারধর করে গুরুতর আহত করে। এ এস আই আব্দুর রশিদ শরীরের বিভিন্ন জায়গা গুরুতর আহত হলে ঘটনাস্থলে জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যান।
খবর পেয়ে ঘটনাস্থল থেকে এ এস আই আব্দুর
রশিকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে সদর মেট্রো
থানা পুলিশ। পরে তাকে রাতেই গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
অপরদিকে কনস্টেবল সাইফুল ইসলাম প্রাণের ভয়ে দৌড়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে
চোর সন্দেহ দ্বিতীয় দফায় আবার মারধর করে।
পরে পুলিশ ঘটনাস্থল থেকে সাইফুল ইসলামকে
উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের ইনচার্জ
ফজল মিয়া জানান,আব্দুর রশিদ ও সাইফুল ইসলাম নামে দুইজন পুলিশ সদস্যকে ভর্তি দেওয়া
হয়েছে। তাদের শরীরের বিভিন্ন অংশে আঘাতের
চিহৃ রয়েছে। তবে বর্তমানে তারা আংশকামুক্ত বলে জানিয়েছেন তিনি।
গাজীপুর মেট্রোপলিটনের উপ-পুলিশ কমিশনার (ডিসি, অপরাধ উত্তর) মোঃ রবিউল হাসান বলেন,
এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন পুলিশের ওই কর্মকর্তা।





























