
কণ্ঠশিল্পী নীহার লিখন তার বাবার মৃত্যুদিবসে তাঁর স্মৃতির উদ্দেশ্যে প্রকাশ করলেন এক বিশেষ গান। কণ্ঠদানের পাশাপাশি গানটির বাণী রচনা ও সুরারোপ করেছেন তিনি। ‘বাবার ছায়ামুখ’ শিরোনামের এই গানটির সঙ্গীতায়োজন করেছেন সোহান যাযাবর। সুরকার হাবিব মোস্তফার সার্বিক তত্ত্বাবধানে নির্মিত এই গানটি জি সিরিজ মিউজিকের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে নান্দনিক লিরিক্যাল ভিডি্ও আকারে প্রকাশিত হয়েছে।
নীহার লিখন গানটি সম্পর্কে বলেন, ‘বাবার ছায়ামুখ’ গানটির গীতিকার ও সুরকার হিসেবে চেয়েছি বাবার সহসা প্রস্থানে একজন সন্তানের আবেগ ও বাস্তবতাকে তুলে ধরতে, যা এক সন্তানের চিরন্তন কান্নার প্রতিফলন। আমার কন্ঠেও সে আবেগটাকে যতোটা সম্ভব সত্য করে ফোটাতে চেয়েছি। এক্ষেত্রে আমার সঙ্গীত পরিচালক সোহান যাযাবর ভাইও বেশ সুচারুভাবেই সঙ্গীত আয়োজনটি করেছেন। গানটি পিতাহারানো যে কোন শ্রোতাকেই আকৃষ্ট করবে বলেই আমার বিশ্বাস।
গানটির আয়োজক হাবিব মোস্তফা বলেন, নীহার লিখনকে একজন শক্তিমান কবি হিসেবে চিনি। সখ্যতার এক পর্যায়ে তার বহুমাত্রিক গুণের সাথে পরিচিত হলাম। তার কাব্যের গীতিময়তা একজন সুরকার হিসেবে আমাকে অভিভূত করেছে। ব্যক্তিজীবনে প্রয়াত পিতার প্রতি নীহার লিখনের মমতা, ভালবাসা, ব্যাকুলতা আমাকে স্পর্শ করেছে। ‘বাবার ছায়ামুখ’ গানটি মূলত তার পিতার প্রতি শ্রদ্ধার্ঘ। শারীরিকভাবে কাছে না থেকেও কীভাবে বাবা নামক মহাশক্তিকে হৃদয়ে লালন করা যায়- এই গানটি তারই প্রতিচ্ছবি। গানটির সাফল্য নীহার লিখনের গায়কী পথচলাকে বেগবান করবে।







































