
বিপ্লব দাস : বিশেষ প্রতিনিধি -ঃ
রাষ্ট্রীয় শোকের অংশ হিসেবে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি'র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বোয়ালখালী প্রেসক্লাবের আয়োজনে স্মরনসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২ জানুয়ারি) বিকালে বোয়ালখালী প্রেসক্লাব কার্যালয়ে সভাপতি মো: সিরাজুল ইসলাম এর সভাপতিত্বে স্মরনসভা ও দোয়া মাহফিলে প্রধান আলোচক ছিলেন, বোয়ালখালী প্রেসক্লাবের সাবেক সভাপতি লোকমান চৌধুরী।
বোয়ালখালী প্রেসক্লাবের সাধারন সম্পাদক ইয়াছিন চৌধুরী,র সঞ্চালনায় দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানিয়ে স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন, প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য অধীর বড়ুয়া, এমরান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক সৈয়দ মো: নজরুল ইসলাম, অর্থ সম্পাদক প্রভাষ চক্রবর্তী, দপ্তর সম্পাদক এস,এম নাঈম উদ্দিন, তৌহিদুর রহমান, খোরশেদ আলম, শাহা আলম বাবলু।
এসময় উপস্থিত ছিলেন, আবদুল মতিন চৌধুরী রিপন, সুমন চক্রবর্তী, মুনির চৌধুরী, তাজুল ইসলাম, শাহেদ হোসেন ছোটন, এম, আর তাওহীদ, বিপ্লব দাস প্রমূখ।
দোয়া মাহফিলে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনার পাশাপাশি দেশ, জাতি ও গণতন্ত্রের কল্যাণে বিশেষ মোনাজাত পরিচালনা করেন জলিল ভান্ডার জামে মসজিদের পেশ ইমাম মাওলানা বদিউল আলম।





























