
আব্দুল গফুর, নন্দিগ্রাম,বগুড়া। "আলো থাকলে বাঁচা যায়,অন্ধত্ব জীবন বিড়ম্বনা" এই স্লোগানকে সামনে রেখে মানবসেবার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলো নন্দীগ্রাম ব্লাড ডোনার ক্লাব। সংগঠনটির উদ্যোগে এবং গ্রামীণ জিসি চক্ষু হাসপাতালের সহযোগিতায় নন্দীগ্রামে অনুষ্ঠিত হলো একদিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবির।
মঙ্গলবার (৪ নভেম্বর) সকাল দশটার দিকে নন্দীগ্রামের মনসুর হোসেন ডিগ্রী কলেজে এই মহতী কর্মসূচির শুভ সূচনা হয়। উদ্বোধনী অনুষ্ঠান বিনামূল্যে চক্ষু শিবিরের প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন নন্দীগ্রাম উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম।
এসময় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনসুর হোসেন ডিগ্রী কলেজের অধ্যক্ষ মাহাবুবুর রহমান তোতা, নন্দীগ্রাম ব্লাড ডোনার ক্লাবের প্রধান উপদেষ্টা এবং উপজেলা শিল্প ও বণিক সমিতির সভাপতি, বিশিষ্ট ব্যবসায়ী এ.কে.এম ফজলুল হক কাশেম।
এছাড়াও উপস্থিত ছিলেন প্রভাষক জাকারিয়া লিটন, প্রভাষক আব্দুর রউফ উজ্জল, সহকারী অধ্যাপক আব্দুল লতিফ, মিন্টু নন্দী, মাহাবুর রহমান, এবং কলেজ জামে মসজিদের পেশ ইমাম মুশফিকুর রহমান।
ক্লাবের নেতৃত্ব ও সার্বিক সহযোগিতা
এই সেবামূলক আয়োজনে সক্রিয় ভূমিকা পালন করেন ব্লাড ডোনার ক্লাবের সভাপতি মো: শাহীন আলম সাজু, সাধারণ সম্পাদক মো: মাসুদ রানা এবং প্রতিষ্ঠাতা সভাপতি শিবলু রহমান শুভ। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন ক্যাম্প অর্গানাইজার সাব্বির হাসান মনসুর হোসেন ডিগ্রী কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি ফিরোজ আহম্মেদ শাকিল এবং ক্লাবের অন্যতম সদস্য আল আমিন, মুন্না, শিহাব প্রমুখ।
চক্ষু শিবিরটিতে আগত রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেন গ্রামীণ জিসি চক্ষু হাসপাতালের সিনিয়র মেডিকেল অফিসার ডা. মোঃ আশরাফুল হক। তাঁর সঙ্গে হাসপাতালের অন্যান্য স্টাফগণ উপস্থিত থেকে সেবাদানে সহায়তা করেন।
এই বিনামূল্যে চক্ষু শিবির আয়োজনের মাধ্যমে নন্দীগ্রাম ব্লাড ডোনার ক্লাব সমাজের দুর্বল অংশের মানুষের কাছে আলোর বার্তা পৌঁছে দিতে এক প্রশংসনীয় পদক্ষেপ গ্রহণ করলো।




























