
নাহিদ ইসলাম, রাজশাহী ব্যুরো: বগুড়ায় ডিএনসির উদ্যোগে বেসরকারি মাদকাসক্ত নিরাময় কেন্দ্র পরিদর্শন করেছেন জেলা পুলিশ সুপার জেদান আল মুসা পিপিএম।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) পরিদর্শনকালে তিনি কেন্দ্রের কার্যক্রম, সেবা মান, রোগী ব্যবস্থাপনা এবং নিরাপত্তা কাঠামো নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন।
এসময় জেলা পুলিশ সুপার জেদান আল মুসা কেন্দ্র পরিচালনাকারীদের উদ্দেশে কঠোর নির্দেশনা দিয়ে বলেন,“মানুষের জীবন নিয়ে ব্যবসা করার সুযোগ কোনোভাবেই দেওয়া হবে না। নিরাময় কেন্দ্রগুলো অবশ্যই সরকারের বিধি, নির্দেশনা ও নীতিমালা কঠোরভাবে মেনে পরিচালিত হতে হবে। মানোন্নয়ন না হলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করতে আমরা বাধ্য হবো।”
তিনি আরও জানান, মাদকাসক্তদের প্রতি মানবিক আচরণ, যোগ্য চিকিৎসক-পরামর্শকের উপস্থিতি, যথাযথ রেকর্ড সংরক্ষণ এবং নিরাময় প্রক্রিয়ার স্বচ্ছতা নিশ্চিত করা সবার দায়িত্ব।
ডিএনসি বগুড়ার উপপরিচালক জিললুর রহমান বলেন,“নিরাময় কেন্দ্র মানে রোগীর জীবন বাঁচানোর জায়গা—এটি ব্যবসার স্থান নয়। আমরা নিয়মিত তদারকি করছি এবং যেসব কেন্দ্র নীতিমালা মানছে না, তাদের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ও আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বেসরকারি নিরাময় কেন্দ্রগুলোকে সঠিকভাবে পরিচালনা করতে হলে প্রশিক্ষিত স্টাফ, বৈধ অনুমোদন, স্বচ্ছ ব্যবস্থাপনা ও মানবিক সেবা নিশ্চিত করা আবশ্যক। মাদকাসক্তদের পুনর্বাসনে অবহেলা বা অনিয়ম কোনোভাবেই সহ্য করা হবে না।”
তিনি আরও বলেন,“বগুড়ায় মাদক প্রতিরোধ কার্যক্রমকে আরও শক্তিশালী করতে পুলিশ প্রশাসন ও জেলা প্রশাসনের সঙ্গে আমরা সমন্বিতভাবে কাজ করছি। সঠিক সেবা নিশ্চিত করতে জেলাজুড়ে সব নিরাময় কেন্দ্রে ধারাবাহিক অভিযান ও পরিদর্শন চলবে।”
পরিদর্শনে আরও ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) ও অন্যান্য কমকর্তাবৃন্দ।
ডিএনসি বগুড়া জানায়, জেলার সব বেসরকারি নিরাময় কেন্দ্রকে নিয়মিত তদারকি করা হবে এবং নীতিমালা লঙ্ঘনকারী কেন্দ্রের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।





























