
গোলাম রাব্বি,লালপুর (নাটোর) প্রতিনিধি:নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুলকে নিয়ে অশালীন, কুরুচিপূর্ণ ও নারী বিদ্বেষী বক্তব্য দেওয়ার অভিযোগে নাটোর জেলা বিএনপির সদস্য রঞ্জিত কুমার সরকারকে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে নাটোর জেলা বিএনপির আহ্বায়ক মো. রহিম নেওয়াজ ও সদস্য সচিব মো. আসাদুজ্জামান আসাদের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ, দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করা এবং বিএনপি মনোনীত প্রার্থীর বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী সভায় উপস্থিত হয়ে নারী বিদ্বেষী বক্তব্য দেওয়ার অভিযোগ প্রমাণিত হওয়ায় রঞ্জিত কুমার সরকারকে দলের প্রাথমিক সদস্যপদসহ সব পদ-পদবি থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।বহিষ্কারের আদেশ দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও কেন্দ্রীয় নির্বাচনী পরিচালনা কমিটির সদস্য সচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। একই সঙ্গে দলের সকল নেতাকর্মীকে তার সঙ্গে যে কোনো ধরনের যোগাযোগ না রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।জানা গেছে, গত শনিবার (২৪ জানুয়ারি ২০২৬) বিকেলে লালপুর উপজেলার গোপালপুর পৌরসভার কড়াইতলা এলাকায় স্বতন্ত্র প্রার্থী তাইফুল ইসলাম টিপুর নির্বাচনী সভায় উপস্থিত থেকে রঞ্জিত কুমার সরকার নাটোর-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেন। বক্তব্যটি মুহূর্তের মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।পরবর্তীতে বিষয়টি প্রশাসনের নজরে এলে ওই রাতেই লালপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবীর হোসেন মোবাইল কোর্ট পরিচালনা করে স্বতন্ত্র প্রার্থী তাইফুল ইসলাম টিপুকে ১০ হাজার টাকা জরিমানা করেন এবং ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ডে জড়িত না হওয়ার মুচলেকা নেন।এ বিষয়ে নাটোর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ বলেন, দলীয় প্রার্থীর বিরুদ্ধে অশালীন ও নারী বিদ্বেষী বক্তব্য দেওয়ায় কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী রঞ্জিত কুমার সরকারকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।




























