
নারায়ণগঞ্জ সদর উপজেলার বক্তাবলী এলাকায় অবৈধভাবে ইটভাটা স্থাপন ও বায়ুদূষণের দায়ে দুটি ইটভাটাকে মোট ২ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মোহাম্মদ শাহরিয়ার পারভেজের নেতৃত্বে জেলা পুলিশ ও পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের সমন্বয়ে গঠিত একটি দল এ অভিযান চালায়।
অভিযানে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) অনুযায়ী পূর্ব গোপালনগর, বক্তাবলী এলাকার মেসার্স আলহাজ্ব মো. নাসিরউদ্দিন অ্যান্ড সন্স এবং মেসার্স নিজামউদ্দিন ব্রিকস নামের দুটি ইটভাটাকে এক লাখ টাকা করে জরিমানা করা হয়। অভিযানে প্রসিকিউশন দেন পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. রাসেল মাহমুদ।
পরিবেশ অধিদপ্তর জানায়, নিষিদ্ধ এলাকায় ইটভাটা স্থাপন এবং বায়ুদূষণ রোধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে। নারায়ণগঞ্জে অবৈধ ইটভাটা ও পরিবেশদূষণকারী শিল্পপ্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর অবস্থান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।





























