
জামালগঞ্জ প্রতিনিধি ::
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় অরাজনৈতিক স্বেচ্ছাসেবী ও রক্তদাতা সংগঠন ব্লাড ব্যাংক জামালগঞ্জ মানবিক কার্যক্রমের মাধ্যমে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। রক্তদান কার্যক্রমের মাধ্যমে মুমূর্ষু রোগীদের পাশে দাঁড়ানো, রক্তদানে মানুষকে উৎসাহিত করা, অসহায় মানুষ ও শিক্ষার্থীদের সহায়তা করা, সামাজিক কার্যক্রম পরিচালনা এবং যেকোনো দুর্যোগে স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করার লক্ষ্য নিয়ে ২০২০ সালে সংগঠনটি যাত্রা শুরু করে।
মাত্র ১০ জন সদস্য নিয়ে সংগঠনটির প্রতিষ্ঠা করেন মোঃ উজ্জ্বল হোসেন। সমাজের তরুণদের সম্পৃক্ত করে শুরু থেকেই মানবিক কার্যক্রম চালিয়ে আসছে সংগঠনটি। প্রতিষ্ঠালগ্ন থেকে মোঃ সাব্বির রহমান আরিফ, মোঃ শিব্বির আহমেদ, উজ্জ্বল মিয়া, এম.এ. রহমান, রাহাত আলম, নাহিদ আহমেদ, সুমন মিয়া, হামিদুল ইসলাম ও আখলাখুর রহমান স্বেচ্ছায় সংগঠনের কার্যক্রমে যুক্ত রয়েছেন।
সংগঠন সূত্রে জানা যায়, চলতি বছর ২০২৫ সালে ৫০০ ব্যাগ রক্ত সংগ্রহ করে বিভিন্ন মুমূর্ষু রোগীর পাশে দাঁড়িয়েছে ব্লাড ব্যাংক জামালগঞ্জ। এ নিয়ে গত ৫ বছরে মোট প্রায় ১৭০০ ব্যাগ রক্ত সংগ্রহ করে মানবসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে সংগঠনটি।
এছাড়া চলতি বছরে উপজেলার বিভিন্ন এলাকায় ও স্কুল-কলেজে ৩টি বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন পরিচালনার মাধ্যমে ১২৬৩ জনকে বিনামূল্যে রক্তের গ্রুপ জানিয়ে দেওয়া হয়েছে। দীর্ঘ ৫ বছরে এ সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ৮ হাজার জনে।
এ বিষয়ে সংগঠনের প্রতিষ্ঠাতা মোঃ উজ্জ্বল হোসেন বলেন,রক্তের অভাবে যেন কোনো রোগীর জীবন ঝুঁকিতে না পড়ে—এটাই আমাদের মূল লক্ষ্য। চলতি বছরে ৫০০ ব্যাগ রক্ত সংগ্রহ আমাদের জন্য বড় একটি অর্জন। ভবিষ্যতে এ পরিমাণ আরও বাড়ানোর লক্ষ্যে আমরা দৃঢ়ভাবে কাজ করে যাবো। রক্তদানের পাশাপাশি মানবিক কার্যক্রম আরও বিস্তৃত করার পরিকল্পনাও রয়েছে।তিনি আরও বলেন,আমাদের প্রতিটি রক্তদাতা, স্বেচ্ছাসেবী ও শুভাকাঙ্ক্ষীদের কাছে আমরা চিরকৃতজ্ঞ। সবার সম্মিলিত প্রচেষ্টায় এসব ভালো কাজের মাধ্যমে সমাজ ও দেশকে এগিয়ে নেওয়া সম্ভব।





























