
বিশেষ প্রতিনিধি -ঃ
বোয়ালখালীর সারোয়াতলী উত্তর কঞ্জুরী নাথপাড়াতে ধর্মসভা, গীতাযজ্ঞ ও মহোৎসব উদযাপনের জন্য উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
এ উপলক্ষে আগামী ৭,৮ ও ৯ ই জানুয়ারি ২০২৬ ইং রোজ বুধ, বৃহস্পতি ও শুক্রবার শ্রীমৎ স্বামী করুণানন্দ অবধূতজীর ৪২তম তিরোধান দিবস উপলক্ষে ধর্মসভা, বিশ্বশান্তি কামনায় গীতাযজ্ঞ ও অষ্টপ্রহরব্যাপী মহানাম সংকীর্তন এর আয়োজন করা হয়েছে।
উৎসবের প্রতিটি মঙ্গলময় মুহুর্তে দিনে ও রাতে মহাপ্রসাদের আয়োজন করা হয়েছে।
উক্ত অনুষ্ঠানে উৎসব উদযাপন পরিষদের পক্ষ থেকে সকল ধর্মপ্রাণ ভক্তবৃন্দকে বিনম্র আমন্ত্রণ জানানো হয়েছে।





























