
পি. কে রায়, বিশেষ প্রতিনিধিঃ দিনাজপুর জেলার চিরিরবন্দর উপজেলায় আসন্ন ৫ম উপজেলা স্কাউটস সমাবেশ ২০২৬খ্রিঃ সফল ও সার্থক করার লক্ষ্যে সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণের সাথে পুর্ব প্রস্তুতিমূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গত বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিকেল ৩ ঘটিকায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে পরামর্শমূলক বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেহা তুজ জোহরা।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা স্কাউট কমিশনার ও বাসুদেবপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হেলাল উদ্দীন সরকার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো: ফজলে এলাহি, উপজেলা একাডেমিক সুপারভাইজার প্রাণকৃষ্ণ ঘরামী প্রমুখ।
এসময় বক্তারা বলেন, বর্তমানে কিশোর গ্যাং, মাদকসহ বিভিন্ন অপকর্মে কিশোর কিশোরী ও যুবকরা জরিয়ে পরে। যারা স্কাউটের সঙ্গে জরিত থাকবে তারা সারা জীবন অপরাধমূলক কোন কাজে জরিত হবেনা। স্কাউটিং কার্যক্রমের মাধ্যমে স্কাউটিংরা সৎ, চরিত্রবান, পরোপকারী ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে উঠবে।
শিক্ষার্থীদের আদর্শ, সৎ, চরিত্রবান ও সুনাগরিক হিসেবে গড়ে তুলতে স্কাউটসের বিকল্প নেই। শিক্ষার্থীদের স্কাউটস হিসেবে গড়ে তুলতে পারলে সমাজ থেকে অনিয়ম, দুর্নীতি, জঙ্গিবাদ, বাল্য বিবাহ ও মাদক নির্মূল করা সম্ভব হবে।
এসময় সরকারি দপ্তরের কর্মকর্তা ও সংবাদকর্মীসহ সংশ্লিষ্ট দপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ ও বিভিন্ন বিদ্যালয়ের স্কাউটস সদস্যরা উপস্থিত ছিলেন।





























