
আরফাত হোসেন- বিশেষ প্রতিনিধি:
চট্টগ্রাম দক্ষিণ জেলার চন্দনাইশ উপজেলা লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)’র বর্ধিত সভা নগরীর দক্ষিণ জেলা কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
গত ১৬ নভেম্বর (রবিবার) সন্ধ্যায় চন্দনাইশ উপজেলা এলডিপির সভাপতি মোতাহের মিয়ার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন দক্ষিণ জেলা এলডিপির সভাপতি এম. এয়াকুব আলী, প্রধান বক্তা ছিলেন জেলা সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া শিমুল, বিশেষ অতিথি ছিলেন চন্দনাইশ উপজেলা এলডিপির যুগ্ম সম্পাদক আবদুর রহিম বাদশা, সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম। সাধারণ সম্পাদক আকতার আলমের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন- এলডিপি নেতা যথাক্রমে আবুল বশর কোম্পানি, আহমদ নুর, জসিম উদ্দিন সিকদার, সায়েদ ইবনে খায়ের, সাহাব মিয়া, মোসলেম খাঁন, আমিনুল হক রাশেদ, শামসুল আলম, নুরুল ইসলাম মেম্বার, নজরুল ইসলাম আবদুল, আমিনুল ইসলাম মাস্টার, আবু তাহের, মো. রফিক, নুরুল আলম প্রমূখ।
সভায় বক্তাগণ বলেন, এলডিপি একটি গণতান্ত্রিক দল যা দেশের উন্নয়ন ও জনগণের অধিকার রক্ষায় অঙ্গীকারবদ্ধ। উপজেলা কমিটি পুনর্গঠনের মাধ্যমে তৃণমূলকে আরও শক্তিশালী করতে হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে এলডিপি শুধু অংশ গ্রহণ করবে না বরং জনগণের পাশে দাঁড়িয়ে একটি শক্তিশালী বিকল্প রাজনৈতিক দল হিসেবে আবির্ভূত হবে। নির্বাচনী প্রস্তুতিতে যুবকদের সম্পৃক্ত করে স্থানীয় সমস্যা সমাধানে ফোকাস করা দলের লক্ষ্য।





























