
নর্থ আমেরিকান বেঙ্গলি কনফারেন্সের আয়োজনে ফিল্মফেয়ার অনুষ্ঠানে যোগ দিতে বর্তমানে যুক্তরাষ্ট্রের টলিউডের একঝাঁক তারকা। তারা সবাই উঠেছেন শিকাগোর একটি পাঁচতারা হোটেলে।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন থেকে জানা যায়, ওই আয়োজনে অংশ নিয়ে গিয়েছেন টলিউডের জনপ্রিয় মুখ ঋদ্ধি সেন ও সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকে একাধিক ছবি তারা সামাজিক যোগাযোগ পোস্ট করেন। এরমধ্য একটি ছবিতে দেখা যায় টাইমস স্কয়ারের সামনে প্রকাশ্যে চুমু দিচ্ছেন দুজনকে। ছবিটি পোস্ট করার পর ভাইরাল হয়ে যায়।
ঋদ্ধি সেন ও সুরঙ্গনার প্রেমের সম্পর্কে রয়েছেন, এ খবর সবারই জানা। কিন্তু ফেসবুকে চুমুর ছবি দেয়ায় নেটিজেনদের একাংশ বিরক্ত। অনেকে আক্রমণ করে মন্তব্য করেছেন, আবার অনেকেই সাধুবাদ জানিয়েছেন এই যুগলকে।
কলকাতার মঞ্চ, টেলিভিশন ও চলচ্চিত্রের গুণী অভিনেতা কৌশিক সেনের পুত্র ঋদ্ধি সেন। সুরঙ্গনার বেশ ভালো সম্পর্ক সেন পরিবারের সদস্যদের সঙ্গে। সুরঙ্গনার সঙ্গে সম্পর্কের বিষয়ে ভারতীয় একটি সংবাদমাধ্যমে ঋদ্ধি সেন বলেছিলেন, সুরঙ্গনা আমার বিশেষ বান্ধবী। এ নিয়ে লুকোনোর কিছু নেই। অনেকেই হয়তো লাভ লাইফ নিয়ে প্রশ্ন করে চমকে দেবেন ভাবেন। কিন্তু বিষয়টি এতটাই খোলামেলা যে, বিষয়টি নিয়ে নতুন করে প্রশ্ন করার মানে নেই। অন্যদিকে ঋদ্ধির কথায় সম্মতি দেন সুরঙ্গনাও।







































