
মোঃ আনোয়ার হোসেন ধুনট (বগুড়া) প্রতিনিধি
বগুড়া জেলা ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত নারী ও শিশু নির্যাতন, যৌতুক ও মানব পাচার প্রতিরোধ উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল রবিবার বিকেলে ৪ টার দিকে ধুনট উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপার ভাইজার মীর আরিফ হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির
বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশনের রাজশাহী বিভাগীয়ের পরিচালক আব্দুর রাজ্জাক, বিশেষ অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা কার্যালয়ের উপ-পরিচালক শফিউজ্জামান।এসময় আরো উপস্থিত ছিলেন ফিল্ড অফিসার রাজশাহী আমিরুল ইসলাম,ফিল্ড সুপারভাইজার জাহাঙ্গীর আলম,ইমাম-মোয়াজ্জেম সমিতির সভাপতি আবু সুফিয়ান সরকার,মডেল কেয়ার টেকার আব্দুল হালিম,বাংলাদেশ মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ ধুনট উপজেলা শাখার সাধারণ সম্পাদ সাংবাদিক আনোয়ার হোসেন সহ ইমাম-মোয়াজ্জেম ও শিক্ষক-শিক্ষিকাগণ উপস্থিত ছিলেন।





























