
ডিসেম্বরের প্রথম সপ্তাহেই দেশে ফিরবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ঢাকায় ফিরে মায়ের বাড়ির পাশের বাড়িতেই থাকবেন তিনি।
ডিসেম্বরের প্রথম সপ্তাহেই দেশে ফিরবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ঢাকায় ফিরে মায়ের বাড়ির পাশের বাড়িতেই থাকবেন তিনি। তারেক রহমানের থাকার জন্য প্রস্তুত করা হচ্ছে গুলশান এভিনিউয়ের ১৯৬ নম্বর বাড়িটি। বাড়ির ভেতরে এবং বাইরে নতুন রং করাসহ সংস্কার কাজ চলছে।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, রাজধানীর গুলশান এভিনিউয়ের ১৯৬ নম্বর বাড়িতে মা খালেদা জিয়ার বাড়ির পাশেই থাকবেন ছেলে তারেক। বাড়ির ভেতরে-বাইরে চলছে সংস্কার কাজ। সীমানা প্রাচীরে কাঁটাতারের বেস্টনী এবং ধোয়া মোছা, রং করাসহ বাসযোগ্য করে তোলা হচ্ছে বাড়িটি।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেন, দেড় বিঘা জায়গায় নির্মিত বাড়িটি বিচারপতি আবদুস সাত্তার সরকারের সময় খালেদা জিয়ার নামে বরাদ্দ দেওয়া হয়। সম্প্রতি তারেক রহমানের নামে বাড়ির নামজারি হয়। তিন বেড, ড্রয়িং, ডাইনিং, লিভিং রুম, সুইমিং পুলসহ আধুনিক সব সুযোগ-সুবিধা রয়েছে বাড়িটিতে। সিসিটিভি ক্যামেরা স্থাপন ছাড়াও প্রধান ফটকের পাশেই তৈরি হয়েছে চেকপোস্ট।
তারেক রহমানের বাসভবনের পাশাপাশি গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ও নতুন করে প্রস্তুত করা হচ্ছে। দেশে ফিরে মায়ের রাজনৈতিক কার্যালয়ে বসেই দল পরিচালনা করবেন তারেক রহমান।







































