
স্টাফ রিপোর্টার,সুনামগঞ্জ:
দলীয় রাজনীতির গণ্ডি অতিক্রম করে জনগণের প্রত্যাশা ও আস্থাকে মূল শক্তি করে সুনামগঞ্জ-১ আসন (তাহিরপুর, জামালগঞ্জ, মধ্যনগর ও ধর্মপাশা) থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সামনে এগিয়ে চলেছেন কামরুজ্জামান কামরুল। বুধবার (২৪ ডিসেম্বর) তাঁর পক্ষে অনানুষ্ঠানিকভাবে মনোনয়ন পত্র সংগ্রহ করা হয়।তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়ন পত্র সংগ্রহকালে উপস্থিত ছিলেন তাহিরপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান উজ্জ্বল, বিএনপি নেতা আতিকুর রহমানসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও কর্মীসমর্থকরা।
নেতাকর্মীরা জানান, হাওরাঞ্চলের মানুষ দীর্ঘদিন ধরে অবহেলা,বৈষম্য ও উন্নয়ন বঞ্চনার শিকার। জনগণের আস্থা, প্রত্যাশা ও আকাঙ্ক্ষা পূরণের তাগিদেই স্বতন্ত্র প্রার্থী হিসেবে কামরুজ্জামান কামরুলের পক্ষে মনোনয়ন সংগ্রহ করা হয়। এটি কোনো আনুষ্ঠানিক আয়োজন না হলেও জনমনে ব্যাপক সাড়া ফেলেছে।
এ সময় নেতারা বলেন,দলীয় বলয়ের রাজনীতি মানুষকে বারবার হতাশ করেছে। এখন সময় এসেছে জনগণের শক্তিকে সামনে এনে রাজনীতি করার। কামরুজ্জামান কামরুল সেই জনগণের প্রত্যাশার প্রতিফলন।
স্থানীয়দের মতে,এই অনানুষ্ঠানিক মনোনয়ন সংগ্রহই প্রমাণ করে এটি কেবল নির্বাচনী প্রক্রিয়া নয়, বরং গণমানুষের আশা,অপেক্ষা ও পরিবর্তনের আকাঙ্ক্ষার বহিঃপ্রকাশ। সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত সমর্থন নির্বাচনী মাঠে নতুন মাত্রা যোগ করেছে।
উল্লেখ্য,একই আসনে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বিএনপি মনোনীত প্রার্থী আনিসুল হক, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী উপাধ্যক্ষ মাওলানা তোফায়েল আহমদ খাঁন এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী রফিকুল ইসলাম।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, একাধিক দলীয় ও স্বতন্ত্র প্রার্থীর সক্রিয় অংশগ্রহণে সুনামগঞ্জ-১ আসনের নির্বাচন এবার ব্যাপক প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠছে।





























