
আহম্মদ কবির,স্টাফ রিপোর্টার:
সুনামগঞ্জে ২৮ বিজিবি আবারও মানবতার উদাহরণ স্থাপন করলো। অতি দুস্থ ও দরিদ্র মানুষদের কষ্ট লাঘবে শীতবস্ত্র (কম্বল) বিতরণ এবং সীমান্ত হত্যা ও চোরাচালান রোধে সচেতনতামূলক সভা আয়োজন করে তারা মানুষের হৃদয় ছুঁয়ে গেছে।
২৮ বিজিবি জানিয়েছে, বর্ডার গার্ড বাংলাদেশ সবসময়ই সমাজের দরিদ্র ও বিপন্ন মানুষের পাশে দাঁড়ায়। দেশের প্রত্যন্ত সীমান্তবর্তী অঞ্চলে চলমান মানবিক কার্যক্রমের ধারাবাহিকতায় শুক্রবার (২জানুয়ারি) সকাল ১০টা ১৫ মিনিট থেকে ১১টা ৩০ মিনিট পর্যন্ত দোয়ারাবাজার উপজেলার ৮নং বোগলাবাজার ইউনিয়নের পেশকারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে কম্বল বিতরণ করা হয়। হতদরিদ্র মানুষদের মুখে হাসি ফোটানোর এই মহৎ উদ্যোগ স্থানীয়দের হৃদয়ে উষ্ণতা ছড়িয়ে দিয়েছে।
শীতবস্ত্র বিতরণের পর আয়োজিত জনসচেতনতামূলক সভায় সীমান্ত হত্যা ও চোরাচালান প্রতিরোধে স্থানীয় জনগণ, জনপ্রতিনিধি ও সচেতন মহলের সহযোগিতার গুরুত্ব তুলে ধরা হয়। বিজিবি জানায়,সীমান্ত নিরাপত্তা ও জীবন রক্ষা নিশ্চিত করতে তারা সর্বদা ২৪ ঘণ্টা নিরবচ্ছিন্ন দায়িত্ব পালন করছে। তবে, সীমান্ত দুর্ঘটনা হ্রাসের জন্য শুধু বিজিবির প্রচেষ্টা যথেষ্ট নয়,সীমান্তবাসী সচেতন হলে এবং অবৈধ চোরাচালানে জড়িতরা বিকল্প কর্মসংস্থানে যুক্ত হলে মানবিক বিপর্যয় অনেকাংশে কমানো সম্ভব।
সুনামগঞ্জ ব্যাটালিয়ন‑২৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির বলেন,আমাদের প্রত্যেক বিজিবি সদস্যের হৃদয়ে রয়েছে দেশের মানুষের প্রতি দায়িত্ববোধ। সীমান্ত হত্যা ও চোরাচালান শূন্যের কোটায় নামিয়ে আনার লক্ষ্যে আমরা প্রতিনিয়ত জীবন বাজি রেখে কাজ করছি। বর্ডার গার্ড বাংলাদেশ শুধু সীমান্ত রক্ষার নয়, মানবতার চেতনা বাস্তবায়নেরও অঙ্গীকারবদ্ধ।
স্থানীয়রা জানায় এই মানবিক ও সচেতনতামূলক উদ্যোগ মানুষকে সাহস দেয়,আর ২৮ বিজিবি আবার প্রমাণ করল মানবতার জন্য তাদের হৃদয় সবসময় উন্মুক্ত।





























