
স্টাফ রিপোর্টার:
তাহিরপুর উপজেলার শ্রীপুর বাজারে মঙ্গলবার বিকেলে তৃণমূল বিএনপি ও সাধারণ মানুষের মধ্যে উত্তাল পরিবেশ সৃষ্টি হয়।স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজনে আয়োজিত মিছিলে অংশগ্রহণকারীরা একত্র হয়ে বারবার স্লোগান দেন, এই সেই মানি না,কামরুল ছাড়া বুঝি না।
মিছিলটি আয়োজিত হয়েছিল সুনামগঞ্জ-১ (তাহিরপুর, জামালগঞ্জ,মধ্যনগর ও ধর্মপাশা) আসনের বিএনপির প্রাথমিক মনোনয়ন বঞ্চিত, হাওর বন্ধু খ্যাত জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও তাহিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান কামরুলের প্রতি সমর্থন জানানোর জন্য।
মিছিলে উপস্থিত থেকে বক্তব্য রাখেন শ্রীপুর উত্তর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন তালুকদার। তিনি বলেন,
প্রাথমিকভাবে আমাদের নেতা তৃণমূল বিএনপির আস্থা কামরুজ্জামান কামরুল মনোনয়ন বঞ্চিত হলেও,আমরা আশাবাদী চূড়ান্ত মনোনয়নে দল আমাদের নেতাকে মূল্যায়ন করবে।
উপস্থিত শত-শত নেতাকর্মী ও সাধারণ মানুষ এই বক্তব্যে উচ্ছ্বাসিত হয়ে সমর্থন জানান। তারা শ্রীপুর বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে তাদের দৃঢ় আস্থা ও সমর্থন প্রকাশ করেন। মিছিলটি শেষ হয় স্থানীয় বিএনপি নেতা দেলোয়ার হোসেনের রাজনৈতিক কার্যালয়ে।
স্থানীয় নেতারা জানান, মনোনয়ন বঞ্চিত হওয়ার পরও দল ও নেতা-কর্মীদের মধ্যে সংহতি বজায় আছে এবং সাধারণ জনগণের সমর্থন কামরুলের প্রতি অটুট। মিছিল ও সমাবেশের মাধ্যমে তাঁরা দলের ভিত শক্ত করার পাশাপাশি হাওরপাড়ের মানুষের স্বার্থ রক্ষায় কামরুলের নেতৃত্বকে দৃঢ়ভাবে সমর্থন করছেন।





























