
জুলাই গণ-অভ্যুত্থানের ঘটনায় মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া মৃত্যুদণ্ডের রায়ে সন্তোষ প্রকাশ করেছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ফতুল্লা থানা শাখা।
সংগঠনটির সভাপতি সাইদুল ইসলাম সিয়াম ও সাধারণ সম্পাদক মিরাজ মোর্শেদ এক বিবৃতিতে বলেন, “এটি একটি ঐতিহাসিক রায়। পুরো দেশ ন্যায়বিচার প্রত্যক্ষ করেছে। আমরা দাবি করি, নির্বাচন অনুষ্ঠিত হওয়ার আগেই এই সরকারের সহযোগিতায় দণ্ডপ্রাপ্ত ব্যক্তিকে দেশে এনে রায় কার্যকর করে দৃষ্টান্ত স্থাপন করতে হবে।”
নেতৃদ্বয় ফতুল্লাবাসীকেও শুভেচ্ছা জানিয়ে বলেন, “জুলাইয়ের শহীদ ভাইদের রক্ত বিফলে যায়নি। তারা ন্যায় বিচার পেয়েছে। এখন মূল দাবি—এই রায় দ্রুত কার্যকর করতে হবে।”





























