
বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় ফতুল্লা থানা যুবদলের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে অসহায় ও দুস্থ শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
শনিবার বিকেলে ফতুল্লা মডেল থানার লামাপাড়া এলাকায় এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন ফতুল্লা থানা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমিন শিকদার এবং নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক নাজমুল হক।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন ফতুল্লা থানা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক সাগর সিদ্দিকী।
ফতুল্লা থানা যুবদল নেতা খন্দকার আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাকির হোসেন রবিন, যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আব্দুল খালেক টিপু, সদস্য সচিব সালাহউদ্দিন রানা, কৃষক দলের আহ্বায়ক জুয়েল আরমান, শ্রমিক দলের আহ্বায়ক শাহ আলম পাটোয়ারী, সদস্য সচিব আল আমিন, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এস কে শাহিন, কৃষক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. ইব্রাহিম হোসেনসহ যুবদল নেতা মিঠু খান ও সৈকত রাজ।





























