
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ বিক্রি ও বিক্রয়ের উদ্দেশ্যে প্রদর্শনের দায়ে দুই প্রতিষ্ঠানকে জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। অভিযানে প্রায় ২৭৪ কেজি নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ জব্দ করা হয়েছে।
সোমবার (২৯ ডিসেম্বর) জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার সুনিম সোহানা এবং সুহা তাবিলের নেতৃত্বে নারায়ণগঞ্জ জেলা পুলিশ ও পরিবেশ অধিদপ্তরের যৌথ টিম ফতুল্লা কাঁচা বাজার এলাকায় এ অভিযান চালায়।
পরিবেশ অধিদপ্তর জানায়, বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এর ৬ক ধারা লঙ্ঘনের অভিযোগে ফতুল্লা কাঁচা বাজারের ফারুক স্টোরকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় প্রতিষ্ঠানটি থেকে ২০৪ কেজি পলিথিন শপিং ব্যাগ জব্দ করা হয়। একই বাজারের হারুন স্টোরকে ১ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয় এবং সেখান থেকে ৭০ কেজি পলিথিন জব্দ করা হয়।
অভিযানে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের পরিদর্শক টিটু বড়ুয়া।
পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগের বিক্রি, মজুদ ও ব্যবহার বন্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।





























